সন্ত্রাস বিরোধী ছাত্র ঐক্যের ২৪ ঘন্টার আল্টিমেটাম, আটক দুই

সন্ত্রাস বিরোধী ছাত্র ঐক্যের ২৪ ঘন্টার আল্টিমেটাম, আটক দুই

শেয়ার করুন

1577042149_49
নিজস্ব প্রতিবেদক :

ডাকসু ভবনে ভিপি নুরুল হক নুরসহ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদকসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে হামলার সাথে জড়িতের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছে সংন্ত্রাস বিরোধী ছাত্র ঐক্য। আর বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনা তদন্ত করার আশ্বাস দিয়েছেন।

ডাকসু ভিপি ও তার সহযোগীদের উপর হামলার প্রতিবাদে সকাল থেকেই উত্তাল ছিলো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সন্ত্রাস বিরোধী ছাত্র ঐক্যের ব্যানারে মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিন করেন বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।

পরে রাজু ভাস্কর্যে অবস্থান ধর্মঘট শেষে আলটিমেটাম তুলে ধরেন নেতারা।

কথায় কথায় ছাত্রলীগের উপর দোষ চাপিয়ে রাজনীতি করছে একটি মহল, এমন অভিযোগ ডাকসুর এজিএস সাদ্দাম হোসেনের। তবে, এ ঘটনায় ছাত্রলীগের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেয়ার আশ্বাস ছাত্রলীগ সভাপতির।

আর ক্যাম্পাসকে অস্থিতিশীল করার জন্য কেউ কাজ করছে কিনা তা ক্ষতিয়ে দেখার কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলার শিকার হয়ে ভিপি নুরসহ হাসপাতালে ভর্তি হওয়া চার সহযোগী আশঙ্কা মুক্ত বলে জানিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত ডাক্তার।

রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় হামলার শিকার হয়ে আহত ২৩ নেতাকর্মীর মধ্যে ১৯ জনই সুস্থ্য হয়ে বাসায় ফিরে গিয়েছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।