লেকহেড স্কুল নিয়ে আদেশ মঙ্গলবার

লেকহেড স্কুল নিয়ে আদেশ মঙ্গলবার

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

জঙ্গিবাদে সম্পৃক্তের অভিযোগে লেকহেড গ্রামার স্কুলের ধানমন্ডি ও গুলশান শাখা খুলে দিতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি শেষ। এ বিষয়ে আগামী মঙ্গলবার আদেশ দেবেন আপিল বিভাগ।

রোববার দুপুরে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ আদেশের জন্য এ দিন ধার্য করেন।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম লেকহেড স্কুলের ব্যবস্থাপনা কমিটি ও শিক্ষকরা কেউ জঙ্গিবাদে জড়িত কি না সে বিষয়ে গোয়েন্দা প্রতিবেদন দাখিল করেছেন আদালতে। লেকহেড স্কুলের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এ এফ হাসান আরিফ, ব্যারিস্টার আখতার ইমাম ও ব্যারিস্টার রাশনা ইমাম।

গত ১৪ নভেম্বর লেকহেড গ্রামার স্কুলের ধানমন্ডি ও গুলশান শাখা ২৪ ঘণ্টার মধ্যে খুলে দিতে নির্দেশ দেন হাইকোর্ট। পরে এই আদেশ স্থগিত চেয়ে আবেদন করেন রাষ্ট্রপক্ষ। গত বুধবার তা রোববার পর্যন্ত স্থগিত করেছিলেন চেম্বার আদালত। গত ৬ নভেম্বর ধানমন্ডি ও গুলশানের দুটি শাখাসহ লেকহেড স্কুলের সব শিক্ষা কার্যক্রম বন্ধ করার নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়।