ম্যাপল লিফ স্কুলের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

ম্যাপল লিফ স্কুলের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

হাইকোর্টের নির্দেশের পাঁচ বছর পরেও রাজধানীর ধানমন্ডির আবাসিক এলাকা থেকে ক্যাম্পাস না সরানোয়, ম্যাপল লিফ স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট ।

২০১২ সালে ধানমন্ডির আবাসিক এলাকা থেকে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান সরিয়ে নেয়ার নির্দেশ দেন হাইকোর্ট। তখন ওই এলাকায় প্রায় ১২টির মতো ক্যাম্পাস থাকার কথা জানিয়ে তিন বছরের সময় নেয় ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুল। তবে, পাঁচ বছর পার হয়ে গেলেও আদালতের নির্দেশনা মানেনি স্কুল কর্তৃপক্ষ।

বিষয়টি নজরে এনে, আদালত অবমাননার রুল জারির আবেদন করেন আইনজীবী মঞ্জিল মোর্শেদ। তার প্রেক্ষিতে বুধবার বিচারপতি আশফাকুল ইসলাম এবং বিচারপতি আশিষ রঞ্জন দাশের হাইকোর্ট বেঞ্চ চার সপ্তাহের সময় দিয়ে রুল জারি করেন। একই সঙ্গে আগামী ৪ জুলাই ম্যাপল লিফ স্কুলের প্রিন্সিপালকে হাজির হয়ে ব্যাখ্যা দিতেও নির্দেশ দিয়েছেন আদালত।