‘ভুল চিকিৎসায়েই মৃত্যু হয়েছে চৈতির’

‘ভুল চিকিৎসায়েই মৃত্যু হয়েছে চৈতির’

শেয়ার করুন

18620048_1700435863594016_7762823042136131493_n
নিজস্ব প্রতিবেদক :

অবহেলা আর ভুল চিকিৎসায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থী আফিয়া জাহিন চৈতির মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন চৈতির বিভাগের শিক্ষার্থীরা। বিষয়টি সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষকে স্বীকার করে নেয়ারও আহবান জানান তারা। তবে ভুল বা অবহেলা কোথায় হয়েছে তার সঠিক কারণ অনুসন্ধানের তিন সদস্যের তদন্ত কমিটি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

চৈতির মৃত্যুর পর চিকিৎসায় অবহেলা আর ভুল হয়েছে এমন অভিযোগে গত বৃহস্পতিবার রাজধানীর গ্রীণ রোডের সেন্ট্রাল হাসপাতালে ভাঙচুর করে প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থীরা। তবে চিকিৎসকদের দাবি এসময় জ্যেষ্ঠ কয়েকজন চিকিৎসককে লাঞ্ছিত করা হয়েছে।
18620008_1700435843594018_2015324661058449829_nপাল্টাপাল্টি এমন অভিযোগ চলছিল। ঘটনার ৫ দিন পর মঙ্গলবার দুপুরে প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থীরা তার বক্তব্য তুলে ধরতে সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে তাদের সুনির্দিষ্ট অভিযোগ, চিকিৎসার অবহেলায় মৃত্যু হয়েছে চৈতির।

চৈতির বিভাগের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলছেন, আলোচনার মাধ্যমে তারা সমাধান চান।

এদিকে সেন্ট্রাল  হাসপাতাল কর্তৃপক্ষ মেজর জেনারেল ডা. এইচ আর হারুনকে প্রধান করে একটি তদন্ত কমিটি করেছে। খুব শিগগিরই তারা প্রকৃত ঘটনা তুলে ধরবেন বলে জানানো হয়েছে হাসপাতালের পক্ষ থেকে।