প্রশাসনের আশ্বাসে বিক্ষোভ স্থগিত করেছে নর্থসাউথের শিক্ষার্থীরা

প্রশাসনের আশ্বাসে বিক্ষোভ স্থগিত করেছে নর্থসাউথের শিক্ষার্থীরা

শেয়ার করুন

58ৎনিজস্ব প্রতিবেদক :

বসুন্ধরা এলাকায় সহপাঠীর উপর নিরাপত্তারক্ষীদের হামলার ঘটনায় টানা ৩ ঘণ্টা বিক্ষোভের পর প্রশাসনের আশ্বাসে বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত বিক্ষোভ স্থগিত করেছে নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা।

বুধবার রাতে অ্যাপোলো হাসপাতালের সামনে মোটরসাইকেল রাখাকে কেন্দ্র করে বসুন্ধরার নিজস্ব নিরাপত্তারক্ষী ও আনসার সদস্যরা নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর চড়াও হয়। এতে বিশ্ববিদ্যালয়টির ছাত্র শাহরিয়ার হাসনাত তপু আহত হন।

তপুকে মারধরের খবর ছড়িয়ে পড়লে অন্যান্য শিক্ষার্থীরা এসে বিক্ষোভে যোগ দেয়। এ সময় ওই নিরাপত্তাকর্মীদের অপসারণ ও এ বসুন্ধরা কর্তৃপক্ষের নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবিতে লাঠি সোটা নিয়ে স্লোগান দেয়। ফেলে দেওয়া হয় ওই এলাকার বেশিরভাগ সড়ক বেষ্টনী।

দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি দেওয়া হলেও পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, বসুন্ধরা সিটির সিকিউরিটি ইনচার্জ, পুলিশ ও র‍্যাবের আশ্বাসে তারা তাদের কর্মসূচিতে সরে আসে। তবে সকাল ১০টার পর এ বিষয়ে ছাত্রদের দাবি না মেনে না নিলে আবারো অবস্থান নেওয়া হবে জানায় বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা।