ড. আলাউদ্দিনকে দ্বিতীয় মেয়াদে ভাসানী বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ

ড. আলাউদ্দিনকে দ্বিতীয় মেয়াদে ভাসানী বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ

শেয়ার করুন

2015=3568
মো. নাসির উদ্দিন, টাঙ্গাইল প্রতিনিধি:

মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিনকে দ্বিতীয় মেয়াদে পরবর্তী ০৪ (চার) বছরের জন্য এ বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর হিসেবে পুন: নিয়োগ প্রদান করেছেন।

তিনি ৪ মে ২০১৩ তারিখে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৫ম ভিসি হিসেবে নিয়োগ পেয়েছিলেন। তিনি ৪ বছর অত্যন্ত সুনাম ও সফলতার সাথে দায়িত্ব পালন শেষে গত ৪ মে ২০১৭ তারিখে পূর্বের কর্মস্থল চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ে ফিরে যান।

মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর ২ মাস ২৩দিন পর ২৭ জুলাই ২০১৭ তারিখে তাঁকে দ্বিতীয় মেয়াদে এ বিশ^বিদ্যালয়ে ভিসি হিসেবে নিয়োগ প্রদান করেন। প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের প্রফেসর এবং একই বিশ্ববিদ্যালয়ে প্রো-ভাইস-চ্যান্সেলর ও দায়িত্বপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর ছিলেন। আশা করা হচ্ছে তিনি ২৯ জুলাই ২০১৭ শনিবার এ বিশ^বিদ্যালয়ে উপাচার্য পদে পুনরায় যোগদান করবেন।