ঝিনাইদহে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া, গুলি বর্ষণ

ঝিনাইদহে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া, গুলি বর্ষণ

শেয়ার করুন

নিজাম জোয়ারদার বাবলু,ঝিনাইদহ :

ঝিনাইদহের শৈলকূপার ভাটই বঙ্গবন্ধু মেমোরিয়াল কলেজ সরকারী করনের দাবিতে শিক্ষার্থীরা ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত অবরোধ করে রাখে। পুলিশ ছাত্রদের সড়ক থেকে সরাতে গেলে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। পরে ছত্রভঙ্গ করতে পুলিশ ২১ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এসময় ৩ পুলিশ ও ৩ ছাত্র আহত হয়। ছাত্ররা একটি গাড়ি ভাংচুর করে।

ঝিনাইদহের শৈলকূপা উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গণি জানান, জেলার শৈলকূপা উপজেলার ভাটই বঙ্গবন্ধু মেমোরিয়াল কলেজের শিক্ষার্থীরা কলেজ সরকারী করনের দাবীতে আজ সকাল ১০ থেকে ১১ পর্যন্ত ঝিনাইদহ- কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে রাখে। এসময় সড়কটির উভয় পাশে বিপুল সংখ্যক গাড়ি আটকা পড়ে।

পুলিশ ছাত্রদেরকে অবরোধ তুলে নিতে বললে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে পুলিশ ছাত্রদেরকে ছত্রভঙ্গ করতে ২১ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এ ঘটনায় ৩ পুলিশ ও ৩ ছাত্র আহত হয়। তাদেরকে স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। ছাত্ররা একটি গাড়ি ভাঙচুর করে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।