ছাত্রলীগের নাশকতার মুখে সিলেটের এমসি কলেজ ছাত্রাবাস!

ছাত্রলীগের নাশকতার মুখে সিলেটের এমসি কলেজ ছাত্রাবাস!

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

আবারো ছাত্রলীগের হামলা ভাঙচুরের শিকার হলো সিলেটের এমসি কলেজ ছাত্রাবাস। ছাত্রাবাসটি বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ছাত্রলীগের দুই গ্রুপের দ্বন্দ্বের জের ধরে এ ভাঙচুরের ঘটনা ঘটে। সকালে হোস্টেলে হামলা চালিয়ে লুটপাটের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের মারধোর করে ছাত্রলীগের একাংশ।

পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশ একজনকে আটক করে। ২০১২ সালের ৮ জুলাই মাসেও ছাত্রলীগের একটি গ্রুপ ছাত্রশিবির তাড়ানোর নামে আগুনে পুড়িয়ে দেয় ঐতিহ্যবাহী হোস্টেলটি।

অর্থমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর ছাত্র জীবনের স্মৃতিবিজড়িত শতবর্ষী ছাত্রাবাসটি তাদের উদ্যোগে আবার পুরনো রূপে সংস্কার করা হয়। তবে ৫ বছরেও সেই অগ্নিকাণ্ডের মামলার কোনো অগ্রগতি নেই। বারবার নাশকতার পরও ছাড় পাওয়ার কারণেই এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।