কোটা বহালের দাবিতে জাবির প্রধান ফটকে মুক্তিযোদ্ধার সন্তানদের অবস্থান

কোটা বহালের দাবিতে জাবির প্রধান ফটকে মুক্তিযোদ্ধার সন্তানদের অবস্থান

শেয়ার করুন

1সাভার প্রতিনিধি :

সরকারি প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান কোটা পদ্ধতি বাতিলের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের  প্রধান ফটক অবরোধ করে রেখেছে মুক্তিযোদ্ধার সন্তানরা।

রবিবার দুপুরে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার দাবিতে বিশ্ববিদ্যালয়ের ফটক সংলগ্ন ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে রাখেন তারা। এসময় মহাসড়কের দু’পাশে শতশত যানবাহন আটকা পড়ে। যাত্রীরা পড়েন চরম দুর্ভোগে।

অবরোধে এসময় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনাধারী বর্তমান সরকার মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের মর্যাদা সমুন্নত রাখার ব্যাপারে আন্তরিক ও সচেতন থাকলেও প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে থাকা একশ্রেণীর স্বাধীনতাবিরোধী কর্মকর্তারা প্রতিটি পদক্ষেপে মুক্তিযোদ্ধাদের অসম্মান করার ব্যাপারে সচেষ্ট রয়েছে।

এদিকে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।