‘কর্তৃপক্ষের অবহেলায় বাড়ছে জঙ্গি সংশ্লিষ্টতা’

‘কর্তৃপক্ষের অবহেলায় বাড়ছে জঙ্গি সংশ্লিষ্টতা’

শেয়ার করুন

ড.-মুহম্মদ-জাফর-ইকবাল_1921

শাবিপ্রবি প্রতিনিধি:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অবহেলার কারণেই শিক্ষার্থীদের মধ্যে জঙ্গি সংশ্লিষ্টতা বাড়ছে বলে অভিযোগ করেছেন অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল।

মঙ্গলবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবন প্রাঙ্গণে শিক্ষকদের ওপর হামলার এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত প্রতীকী অনশনে এ অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, এক সময় যারা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের সঙ্গে সম্পৃক্ত ছিল, তাদের দিয়ে বিশ্ববিদ্যালয় চালানো হচ্ছে। অদক্ষ ও অযোগ্য উপাচার্যের কারণে শিক্ষকরা তাদের দায়িত্ব পালন করতে পারছেন না বলেও মন্তব্য করেন তিনি।

এক বছর আগের এই দিনে বিশ্ববিদ্যালয়েরে বর্তমান উপাচার্য আমিনুল হক ভূইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগে তার পদত্যাগের দাবিতে শিক্ষকদের কর্মসূচিতে, হামলা চালায় ছাত্রলীগের একাংশ।