খুলনায় লকডাউনের কেমন আছে তৃতীয় লিঙ্গের মানুষেরা

খুলনায় লকডাউনের কেমন আছে তৃতীয় লিঙ্গের মানুষেরা

শেয়ার করুন

‘দেখরে আমার ঘরে আয়, আমার পাতিলে এক মুঠো চাউল নাই আমি রান্না করে খাবো তেমন কিছুই নাই। অনেকেই আমরা অনাহারে কষ্টে জীবন কাটাচ্ছি প্রায় দুই বছর যাবৎ করোনার কারণে আমাদের প্রধান আয়ের পথ বন্ধ। কোনো বাসাবাড়িতে নবজাতক নাচানোর জন্য আমাদের বাড়ির মধ্যে বাড়িওয়ালারা ঢুঁকতে দেয়না। আমরাও জোর করে ঢুঁকি না।আমরা হিজরা তাই আমাদের কিন্তু তোদের মতো স্বামী সন্তান নিয়ে সংসার নাই।’

khulna heijla

।। মো:আতিয়ার রহমান,খুলনা।।
ভিন্নতার আঙ্গিকে দেখতে গেলে তৃতীয় লিঙ্গের জন্ম হওয়ায় জন্ম থেকেই যাঁরা নিজ পরিবার থেকে ত্যাজ্য। তাঁরা আপনার আমার চোখে হিজরা। কী এঁদের ভবিষ্যৎ বেঁচে থাকার কী আছে এঁদের অবলম্বন, নেই সংসার অন্তিম কালে নেই এঁদের আশার আলো জালানোর প্রদীপ এঁরা সভ্য সমাজের চোখে অশৈচ অথচ আমাদের সামাজিক পরিবারে নবজাতক শিশুর জন্ম হলেই।

এই অশৈচ হিজরারা নবজাতক শিশুদের আশির্বাদের সূত্র ধরে প্রতিটা নবজাতকের পরিবারে এসে আপন হৃদয়ের মাঝে বুকে নিয়ে উত্তাল আনন্দে ঢোলোক বাঁজিয়ে নেচে।
গেয়ে ওঠে ও বিভিন্ন আঙ্গিকে আমাদের নবজাতক শিশুকে রংঙ্গে-ঢঙ্গে আশির্বাদ করে মায়ের কোলে তুলে দিয়ে দাবী করে নগদ অর্থ, শাড়ী ও চাউল।কিন্তু ওদের সামান্য দাবীটাকে আমরা স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারিনা। সেই ক্ষেত্রে হিজরাদের সাথে আমরা জড়িয়ে পড়ি বাক বিতন্ডায়। এঁদের চাহিদা বাড়ি, গাড়ী অথবা লক্ষ টাকা না হলেও সন্তান জন্ম গ্রহণ করার সাথে সাথেই আমরা পারিবারিক ভাবে থাকি হিজরা আতংকে।
এই ভিন্ন তৃতীয় লিঙ্গের মানুষদের জীবিকার উৎস ভদ্র সমাজের লোকদের নিকট থেকে হাত পেতে চেয়ে নেওয়া। আজ এই করোনা মহামারীতে বড়ই অসহায় অবস্থার তাঁরা। এমন একজন খুলনা বাগমারা হরিণটানা হিজরা বস্তির হিজরা রশিদাকে করোনাকালীন জীবন দশার কথা জানতে চাইলে।হিজরা রশিদা দু’হাতে করোতালী বাঁজিয়ে করুন দুঃসহ জীবনের মর্মান্তিক ক্ষুধা যন্ত্রার নিঃসঙ্গ জীবনের কথা এক এক করে বলেন।
‘দেখরে আমার ঘরে আয়, আমার পাতিলে এক মুঠো চাউল নাই আমি রান্না করে খাবো তেমন কিছুই নাই। অনেকেই আমরা অনাহারে কষ্টে জীবন কাটাচ্ছি প্রায় দুই বছর যাবৎ করোনার কারণে আমাদের প্রধান আয়ের পথ বন্ধ। কোনো বাসাবাড়িতে নবজাতক নাচানোর জন্য আমাদের বাড়ির মধ্যে বাড়িওয়ালারা ঢুঁকতে দেয়না। আমরাও জোর করে ঢুঁকি না।আমরা হিজরা তাই আমাদের কিন্তু তোদের মতো স্বামী সন্তান নিয়ে সংসার নাই।’
আমাদের জীবনে ভবিষ্যৎ বলে কোনো শব্দ নাই পাশাপাশি রাশিদা হিজরাদের দলের সরর্দার খুশি হিুজরা (৪৫) বলেন, আমরা বিভিন্ন বাজারে গিয়ে দোকান দারদের কাছ থেকে নিজেরাই হাত দিয়া (মাংনি) তুইলা জীবন চালাই।তাও লকডাউনে দোকান পাট বন্ধ থাকার কারণে (মাংনি) তোলা বন্ধ এখন আমাদের কেউ দেখে না। এমনিতেইতো আমরা হিজরা সমাজের মানুষরা আমাদের ঘৃণা করে সরর্দার খুশির নিকট সরকারি ভাবে তাঁদের কোন সহযোগিতার কথা জনাতে চাইলে।
সরর্দার হিজরা খুশি বলে আমরা দুই বছরের মধ্যে মাত্র তিনবার সরকারি ত্রাণ পাইছি। এছাড়া আর কোন সাহায্য পাইনি।সমাজের কোন বিত্তবানরা আমাদের খবরও রাখেনি। অপর দিকে নগরীর গোবরচাকা মোল্লাবাড়ি এলাকার বাসিন্দা মিলি হিজরাকে দেখা যায় খুব পরিপাট্টি ভাবে সেজে গুজে বের হয়ে মুঠোফোনে কথা বলেতে বলতে হাঁটছে। তখন মিলি হিজরাকে তুমি কেমন আছো কোথায় যাচ্ছো জিজ্ঞাসা করলে মিলি হিজরা গণমাধ্যম কর্মীকে বলে কেনো তোর দরকার কী তুই কী কিছু খাওয়াবি আমারে।
তাইলে তোর সাথে বসে কথা কই নইলে ঝামেলা করিসনা ধান্ধায় যাচ্ছি পেটের ধান্ধায় তোমাদেরতো ভাইবোন আত্মীয় স্বজন আছে। তোদের খোঁজ নেওয়ার মানুষ আছে কিন্তু আমাদের খোঁজ নেওয়ার মতো কেউ নাই।জন্ম থেকেই আমরা সংসার সমাজ থেকে বিতারিত আমরা না খাইয়া মরে গেলেও কেউ আমাদের দেখার নাই।
লকডাউনে আমরা হিজরারা খুব কষ্টে আছিরে।তবে স্থানীয় জন প্রতিনিধি ২৭নং ওয়ার্ড কমিশনার জেড,এ, মাহমুদ ডনের নিকট তানার মুঠোফোনে করোনাকালীন সময়ে হিজরা সম্প্রদায়ের কথা জনাতে চাইলে। তিনি জানান দেখেন হিজরারা কিন্তু কোন এলাকায় স্থায়ী বাসিন্দা হয়ে বসবাস করেন না।
এঁরা আজ এখানে তো কাল ওখানে তবে আমার ২৭নং ওয়ার্ডে যে কয়জন হিজরা আছে তাঁদের সবার নাম তালিকা আমার কাছে আছে। তাঁদেরকে আমি সরকারি ত্রান তো দিই পাশাপাশি আমি ব্যক্তিগত ভাবে মাঝে মধ্যে সাহায্য করি।অন্যদিকে স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে হিজরারা করোনা কালীন সময়ে সব থেকে বেশি ঝুঁকি পূর্ণ অবস্থায়।