অকাল বৃষ্টির প্রভাবে খুলনার আমন ধান চাষীরা ক্ষতিগ্রস্থ

অকাল বৃষ্টির প্রভাবে খুলনার আমন ধান চাষীরা ক্ষতিগ্রস্থ

শেয়ার করুন

অকাল বৃষ্টির প্রভাবে খুলনার আমন ধান চাষীরা ক্ষতিগ্রস্থ!!!

।। মো:আতিয়ার রহমান,খুলনা ।।
খুলনা বিভাগের অধিকাংশ ধান আবাদী জমিতে আমন ধান চাষের মাধ্যমে ধান চাষীদের প্রতি বছরই একটা উজ্জল সম্ভবনার পরিকল্পনা নিয়ে কৃষকরা আমন ধান চাষ করে থাকে। সারাবছরের দৈনন্দিন খরচের বেশির ভাগ অর্থই উপার্জন হয় আমন ধান চাষের মাধ্যমে।

খুলনা ডুমুরিয়া উপজেলার রুদাঘরা গ্রামের কৃষক অসীম কুমার ঢালী বলেন, দিন পনের আগে কৃষকরা আমন ধানের ফলন দেখে খুশি হয়েছিলো।

গত বছর বুলবুলের আঘাত হানার কারণে অর্ধপাকা আমন ধান নষ্ট হওয়ার কারণে সারা বছরের কৃষকদের লালিত স্বপ্ন হয়েছিল ধুলিস্যাৎ। কিন্তু চলতি বছর আমন মৌসুমেও গত বছরের তুলনায় ধানের গোছা দেখে মনে হয়েছিলো গেলো মৌসুমের বুলবুলের তান্ডবের আঘাতের ক্ষতি এবছর পুষিয়ে যাবে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে এবারও গত বছরের ন্যায় এবছর কিছু আমন ধান কেটে মাঠে রাখা অবস্থায় অনাকাঙ্খিত বৈরি আবহাওয়া ঘূর্ণি ঝড় জাওয়াদ এর প্রভাবে উপকুলীয় জেলা খুলনায় এবছরও ক্ষতির সম্মুখীন আমন ধান চাষীরা।

স্থানীয় ক্ষতিগ্রস্থ কৃষকরা গণমাধ্যমকর্মীদের আরো জানান, তাদের ক্ষেতে এখনও পাঁকা ধান কাটতে বাকি রয়েছে। এঅবস্থায় ঘূর্ণিঝড়ের প্রভাবে অকাল বৃষ্টি হওয়ার কারণে ধান গাছগুলো হেলে পড়ে জমির অর্ধেক ধান নষ্ট হওয়ার আশংকা রয়েছে।

এব্যাপারে উপজেলা কৃষি অফিসার মোঃ মোসাদ্দেক হোসেন বলেন, উপজেলার অধিকাংশ এলাকার ধান আংশিক কাটা হলেও ঝড় বৃষ্টির কারণে কৃষকরা সামান্য কিছু ধান মাঠ থেকে আনতে পারলেও বেশির ভাগ ধান জমিতে থেকে গোছে। ধান ঝরে গিয়ে অনেক ক্ষতি হয়েছে। তারপরও যেসমস্ত এলাকার নিচু জমিতে বৃষ্টির পানি জমে আছে সেসব নিচু এলাকার ধান কেঁটে আইলের উপর রাখলে কিছুটা হলেও ক্ষতির সংখ্যা কম হবে বলে তিনি বলেন।

খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক মোঃ হাফিজুর রহমান কৃষকদের উদ্দেশ্যে দুঃখ প্রকাশ করে বলেন, অসময়ের এই অনাকাঙ্খিত বৃষ্টির কারণে গত বছর স্থানীয় আমন ধান চাষীরা চরম ক্ষতির মধ্যে পড়েছিলো এবারও জাওয়াদ এর প্রভাবে অকাল বৃষ্টির কারণে সবাই চিন্তিত সঠিক সময় ধান কেঁটে জমি থেকে তুলে আনতে না পারার কারণে পর পর দুই বছর ধরে আমন ধান চাষীরা ক্ষতিগ্রস্থ হচ্ছে।