সন্ত্রাসী বাহিনী দিয়ে জেলা প্রশাসকের নির্দেশে মুন্সীগঞ্জ প্রেসক্লাব দখল

সন্ত্রাসী বাহিনী দিয়ে জেলা প্রশাসকের নির্দেশে মুন্সীগঞ্জ প্রেসক্লাব দখল

শেয়ার করুন

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে নির্বাচিত কমিটিকে তাড়িয়ে দিয়ে মুন্সীগঞ্জ প্রেসক্লাব দখল করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে শহরের জুবলী রোডস্থ কার্যালয়টি দখল করে নেওয়া হয়। জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান রাজীবের নেতৃত্বে শতাধিক সন্ত্রাসী বাহিনী প্রথমে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের প্রধান ফটকের তালা ভেঙ্গে প্রাঙ্গনের প্রবেশ করে।

মুন্সিএরপর প্রেসক্লাবের সফিউদ্দিন মিলনায়তনের ভেতরে ঢুকে সন্ত্রাসী বাহিনী মুন্সীগঞ্জ প্রেসক্লাবের নির্বাচিত কমিটির সভাপতি কাজী সাব্বির আহমেদ দীপু, সাধারণ সম্পাদক ভবতোষ চৌধুরী নুপুর, প্রেসক্লাবের সাবেক সভাপতি শহীদ-ই-হাসান তুহিনসহ সংগঠনের একাধিক সদস্যকে প্রেসক্লাব থেকে বের করে দেয়।

এ সময় জেলা যুবলীগ সভাপতি আক্তারুজ্জামান রাজীবের নেতৃত্বে প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের কক্ষের তালা ভেঙ্গে ফেলে। কতিপয় সুবিধাবাদী সাংবাদিকের পক্ষ নিয়ে চর দখলের মতো মুন্সীগঞ্জ প্রেসক্লাব দখল করে নেয় সন্ত্রাসী বাহিনী।

সাংবাদিকরা জানান, তিন মাস মেয়াদী আহ্বায়ক কমিটির মাধ্যমে গত ৩১ মার্চ মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সভা শেষে উপস্থিত সদস্যদের সিদ্ধান্ত মতে ওই দিন রাতেই গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে কাজী সাব্বির আহমেদ দীপু সভাপতি ও ভবতোষ চৌধুরী নুপুর সাধারণ সম্পাদকসহ ১৩ সদস্যের নির্বাচিত কমিটি গঠন গঠিত হয়।

নির্বাচিত এ কমিটিকে অবৈধ ভাবে জোরপূর্বক তাড়িয়ে দিয়ে বিতাড়িত কতিপয় সাংবাদিককের মুন্সীগঞ্জ প্রেসক্লাবকে দখল করে সন্ত্রাসী বাহিনী।

এ প্রসঙ্গে জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান রাজীব জানান, কয়েকদিন আগে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করে দিয়েছে। জেলা প্রশাসকের কথা অনুযায়ী ওই কমিটিকে প্রেসক্লাবে বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে।