ক্যান্সারে আক্রান্ত ১০ বছরের নুসাইবা’র পাশে ইনার হুইল ক্লাবস

ক্যান্সারে আক্রান্ত ১০ বছরের নুসাইবা’র পাশে ইনার হুইল ক্লাবস

শেয়ার করুন
186031775_3753145231463462_323546710046404621_n
ছবি- সংগৃহীত

ক্যান্সারে আক্রান্ত ১০ বছরের নুসাইবা’র পাশে দাঁড়িয়েছে ঢাকার কয়েকটি ইনার হুইল ক্লাবস।

নুসাইবা ১০ বছরের ফুটফুটে বাচ্চা। বাবা বরিশালে সাধারণ বেকারী ব্যবসা করেন। এই বয়সে ওর খেলার-পড়ার বয়স। কিন্তু প্রায় বছর খানেক আগে ওর ধরা পড়েছে মারাত্মক ক্যান্সার।
চলছে কেমোথেরাপি। ইতিমধ্যে ১১ টি সাইকেল শেষ হয়েছে। আরো ২টা সাইকেল বাকী রয়েছে। এ অবস্থায় মেয়েটির পরিবার নিঃস্ব প্রায় তারা আর পারছে না চালিয়ে নিতে নুসাইবা’র চিকিৎসা। কিন্তু নুসাইবাকে যে বাঁচতে হবে।
তাকে বাঁচাতে চিকিৎসা সহায়তা নিয়ে পাশে দাঁড়ায় আন্তর্জাতিক নারী সেবা সংস্থা ইনার হুইল ক্লাব। ঢাকার ইনার হুইল ক্লাব অব উত্তরার পক্ষ থেকে ক্লাব প্রেসিডেন্ট রিফাত জাহান লিসা নুসাইবা’র বাবার হাতে এককালিন আশি হাজার টাকা তুলে দেন।
এই উদ্যোগের সঙ্গে আরো যুক্ত ছিল ইনার হুইল ক্লাব অব বারিধারা, মেট্রোপলিটন ঢাকা, মতিঝিল, গুলশান, ঢাকা ওয়েস্ট, ইস্কাটন, ঢাকা পেরিউংকেল ও রূপনগর ক্লাব।