ভারী বর্ষণে বান্দরবানের লামা-আলীকদম উপজেলা সড়ক তলিয়ে গেছে, যান চলাচল বন্ধ

ভারী বর্ষণে বান্দরবানের লামা-আলীকদম উপজেলা সড়ক তলিয়ে গেছে, যান চলাচল বন্ধ

শেয়ার করুন
।। বান্দরবান প্রতিনিধি ।।

সোমবার রাত থেকে ভারি বৃষ্টির পানিতে ডুবে গেছে বান্দরবানের লামা-আলীকদম সড়ক। সড়কের লাইনঝিরি, শিলেরতুয়া, সিবাতলী, দরদরাঝিরিসহ বেশ কয়েকটি পয়েন্টে সড়ক পানিতে তলিয়ে গেছে,এতে যান চলাচল বন্ধ রয়েছে। এদিকে ভারী বর্ষণে পাহাড় ধস আশঙ্কা করা হচ্ছে। লামা আলীকদম এর বিভিন্ন জায়গায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহতের খবর পাওয়া যায়নি। সোমবার রাত থেকে বান্দরবানের দক্ষিণাঞ্চলে থেমে থেমে ভারী বর্ষণ হচ্ছে। এদিকে আলীকদম সড়কে পানি ওঠায় সকাল থেকে সাধারণ জনগণকে চলাচল করতে ভোগান্তীতে পড়তে হচ্ছে। স্বাস্থ্যকর্মী,জরুরী সংবাদপত্রের গাড়ীসহ মোটর সাইকেল আরোহীরা নৌকায় করে চলাচল করছে। সড়কের বিভিন্ন পয়েন্টে নৌকা চলাচল করে যাত্রী পরিবহণ করা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানায় ,সোমবার রাত থেকে ভারি বৃষ্টির কারণে বান্দরবানের লামা-আলীকদম উপজেলার প্রধান সড়কের বিভিন্নস্থানে পানি ওঠে গেছে ,আর এই বৃষ্টির পানিতে সড়কের পাশের বিভিন্ন নিম্মাঞ্চল ডুবে রয়েছে। সকাল থেকে বৃষ্টিপাত আরো প্রবল বর্ষণ অব্যাহত রয়েছে। বান্দরবানের লামা উপজেলা চেয়ারম্যান মো.মোস্তফা জামাল জানান,টানা বৃষ্টিতে লামা-আলীকদম সড়কসহ লামা উপজেলার বিভিন্ন নিম্মাঞ্চল পানিতে ডুবেছে এবং আরো বৃষ্টিপাত অব্যাহত থাকলে ক্ষয়ক্ষতির আশংকা রয়েছে।