কক্সবাজারে ঝুঁকিপূর্ণ পাহাড়ে প্রশাসনের অভিযান

কক্সবাজারে ঝুঁকিপূর্ণ পাহাড়ে প্রশাসনের অভিযান

শেয়ার করুন
  • IMG_20210801_205841

    অর্পণ বড়ুয়া, কক্সবাজারঃ  কক্সবাজার শহরের বিভিন্ন পাহাড়ী এলাকায় ঝুঁকি নিয়ে বসবাসরত বাসিন্দাদের নিরাপদে সরে যেতে অনুরোধ জানিয়েছেন কক্সবাজার জেলা প্রশাসন।

    রোববার বিকেলে কক্সবাজার শহরের ঘোনারপাড়াসহ বিভিন্ন পাহাড়ি এলাকায় অভিযানে গিয়ে কক্সবাজার জেলা প্রশাসক মামুনুর রশীদ বলেন, অতিবৃষ্টির কারনে পাহাড়ী এলাকাগুলো ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে৷ পাহাড়ের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিতে প্রশাসনের ৮টি টিম কাজ করছে। পাহাড়ের পাদদেশে জীবনের ঝুঁকি নিয়ে বসবাসকারীরা যেন জীবন রক্ষায় সাইক্লোন শেল্টার অথবা আত্মীয়-স্বজনের বাসা বাড়িতে চলে যান।

    অভিযান চলাকালে জেলা প্রশাসক নিজেই ঘরে ঘরে গিয়ে সেখানকার বাসিন্দাদের বোঝানোর চেষ্টা করেন এবং তাদেরকে বসতঘর তালাবদ্ধ করে আশ্রয়কেন্দ্র চলে যাওয়ার বিশেষ অনুরোধ জানান।

    এ সময় পুলিশ সুপার মো. হাসানুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আমিন আল পারভেজসহ জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।