১৬ বাংলাদেশী জেলেকে হস্তান্তর করল ভারতীয় কোস্টগার্ড

১৬ বাংলাদেশী জেলেকে হস্তান্তর করল ভারতীয় কোস্টগার্ড

শেয়ার করুন

 

মংলা প্রতিনিধি :

বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ভারতীয় জলসীমায় হারিয়ে যাওয়া বাংলাদেশী ১টি ট্রলার সহ ১৬ জন জেলেকে উদ্ধার করেছে ভারতীয় কোস্ট গার্ড ।

সোমবার দুপুরে ভারতের কোস্ট গার্ড বাংলাদেশী ট্রলার এফবি তামান্না ও ১৬ জেলেকে বর্তমানে হিরন পয়েন্ট এ বাংলাদেশ কোস্ট গার্ডের জাহাজ তামজীদ এ হস্তান্তর করে। উদ্ধার হওয়া জেলেদের এখন বাংলাদেশ কোস্টগার্ডের জাহাজে রাখা হয়েছে এবং প্রাথমিক চিকিৎসার পর তাদেও নিজ নিজ বাড়ীতে পাঠিয়ে দেয়া হবে বলে জানায় কোস্টগার্ড অপারেশন কর্মকর্তা লে:কমান্ডার রাহাত উজ জামান।

গত ১৩ তারিখ সাগরে ঝড়ের কবলে পড়ে এফ বি তামান্না ট্রলারসহ ১৬ জেলে হারিয়ে যায়। পরে তাদের উদ্ধার করে ভারতের কোস্ট গার্ড।