হোসেনপুরে আশ্রয়ণ প্রকল্পের ঘরে চাঁদাবাজ‌দের তাণ্ডব, গ্রেপ্তার ১

হোসেনপুরে আশ্রয়ণ প্রকল্পের ঘরে চাঁদাবাজ‌দের তাণ্ডব, গ্রেপ্তার ১

শেয়ার করুন

Kishoreganj pic 1ক্ষতিগ্রস্থ জানালা দেখছেন স্থানীয়রা। ছবি – এটিএন টাইমস
।। শফিকুল ইসলাম, কিশোরগঞ্জ ।।
কিশোরগঞ্জের হোসেনপুরে চাঁদা না পেয়ে আশ্রয়ণ প্রকল্পের ঘর ভাংচুরের
অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ বিজন মিয়া(২৫) নামে বখাটেকে
গ্রেপ্তার করেছে। গতকাল রবিবার চরজিনারি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা
হয়। সে ওই গ্রামের আমির হামজার ছেলে।
পুলিশ জানায়, এ বিষয়ে শনিবার রাতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা
বেগম শাহীন বাদি হয়ে তিন জনকে আসামি করে থানায় মামলা করেছেন।
জানা গেছে, উপজেলার জিনারি ইউনিয়নের চরজিনারি এলাকায় আশ্রয়ণ
প্রকল্পের প্রধানমন্ত্রীর উপহারের ২৫‌টি ঘরের নির্মাণ কাজ শেষ হ‌লেও
স‌্যা‌নি‌নেশট ও টিউব‌য়েল স্থাপ‌নের কাজ চল‌ছিল। এ সময় স্থানীয় একদল চাঁদাবাজ
গিয়ে নির্মাণ শ্রমিক‌দের কা‌ছে চাঁদা দাবি করে। চাঁদা না দেয়ায় শুক্রবার
রাতে ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে ঘ‌রে ভাংচুর ও তান্ডব চালায়। তা‌দের ধারা‌লো অ‌স্ত্রের
আঘা‌তে ঘরের দরজা ও জানালা ক্ষ‌তিগ্রস্ত হয় । ত‌বে স্থানীয় লোকজন এগিয়ে
গেলে হামলাকারীরা পালিয়ে যাওয়ায় বড় ধর‌নের ক্ষ‌তির হাত থে‌কে রক্ষা পায় ব‌লে
স্থানীয়রা জানায়।
এ ব‌্যাপ‌রে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া পারভেজ ব‌লেন, এ ঘটনায় মামলা
হ‌য়ে‌ছে। পু‌লিশ বিষয়‌টি খতিয়ে দেখ‌ছে। দো‌ষি‌দের কাউকে ছাড় দেয়া হ‌বে না।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান
ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে জানান, ঘটনার সা‌থে জ‌ড়িত একজন‌কে গ্রেপ্তার
করা হ‌য়ে‌ছে। বা‌কি‌দেরও গ্রেপ্তা‌র কর‌তে অ‌ভিযান অব‌্যহত র‌য়ে‌ছে।