সেতুমন্ত্রীর আশ্বাসে কয়েকদিনের জন্য লরি ধর্মঘট প্রত্যাহার

সেতুমন্ত্রীর আশ্বাসে কয়েকদিনের জন্য লরি ধর্মঘট প্রত্যাহার

শেয়ার করুন

চট্টগ্রাম প্রতিনিধি:

আগামী ৪ অক্টোবর পর্যন্ত চট্টগ্রামে কনটেইনারবাহী পরিবহন ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছে প্রাইম মুভার ট্রেইলার মালিক শ্রমিক ঐক্য পরিষদ।

শুক্রবার সকালে সিএমপি কমিশনারের বাসভবনে কমিশনার ইকবাল বাহারের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের এক পর্যায়ে ধর্মঘট করা নেতারা সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে টেলিফোনে কথা বলেন। তার আশ্বাসের ভিত্তিতে ধর্মঘট প্রত্যাহার করা হলো।

জানা গেছে, ৪ অক্টোবর ঢাকায় মন্ত্রণালয়ে ধর্মঘট আহ্বানকারী সংগঠনের সঙ্গে বৈঠক করবেন মন্ত্রী। পাঁচদিন ধরে চলা ধর্মঘটের কারণে রপ্তানি পণ্যভর্তি কনটেইনার চট্টগ্রাম বন্দরে ঢুকতে পারছিল না।

এতে বন্দরে কনটেইনার খালাস অচল হয়ে পড়ার আশংকা সৃষ্টি হয়েছিল। গতকাল চট্টগ্রামের জেলা প্রশাসক সামশুল আরেফিন দফায় দফায় বৈঠক করে ধর্মঘট প্রত্যাহার করাতে ব্যর্থ হন।