সুনামগঞ্জে ছাত্রলীগের ত্রাণ বিতরণ নিয়ে হাতাহাতি-ভাংচুর

সুনামগঞ্জে ছাত্রলীগের ত্রাণ বিতরণ নিয়ে হাতাহাতি-ভাংচুর

শেয়ার করুন

সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জে শুক্রবার বিকালে জেলা ছাত্রলীগের উদ্যোগে বন্যাকবলিতদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। ত্রাণ বিতরণের আগে সার্কিট হাউসে কেন্দ্রীয় নেতাদের সামনেই স্থানীয় নেতাদের মধ্যে হাতাহাতি ও ভাংচুরের ঘটনা ঘটে।

দলীয় সূত্রে জানা গেছে, সুনামগঞ্জে ছাত্রলীগের ত্রাণ বিতরণে অংশ নিতে সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক নওশাদ সুজনসহ ১২জন নেতা গতকাল (বৃহস্পতিবার) সুনামগঞ্জে আসেন। পরে বিকাল সাড়ে ছয়টায় সদর উপজেলার হালুয়ারঘাট এলাকায় বন্যাকবলিতদের মধ্যে ত্রাণ বিতরণ কার হয়। এ সময় সুনামগঞ্জ-৫ আসনের সাংসদ মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার সংরক্ষিত নারী আসনের সাংসদ অ্যাডভোকেট শামসুন্নাহার বেগম শাহানা, জেলা ছাত্রলীগের সভাপতি ফজলে রাব্বী স্মরণ, সাধারণ সম্পাদক রফিক আহমেদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কেন্দ্রীয় নেতারা বিকাল সাড়ে চারটার দিকে সুনামগঞ্জ সার্কিট হাউসে আসার পর তাদের খাবারের কক্ষে নেওয়া হয়। সেখানে তখন দলের কয়েকশ নেতা-কর্মী ছিলেন। এ সময় চেয়ারে বসা নিয়ে নেতা-কর্মীদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি এবং পরে হাতাহাতি শুরু হয়। এ সময় উত্তেজিত নেতা-কর্মীরা সার্কিট হাউসের ওই কক্ষের চেয়ার, খাবার টেবিল, ফ্রিজ, প্লেট, ফুলের টব ভাঙচুর করেন।

জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ সুজন বলেন, চেয়ারে বসা নিয়েই এ ঘটনা ঘটেছে। পরে আমরাই সবাইকে শান্ত করেছি।

জেলা  ছাত্রলীগের সভাপতি ফজলে রাব্বী স্মরণ বলেছেন,‘এটা এমন কোনও ঘটনা নয়, কয়েকজন কর্মীরা মধ্যে কথা কাটাকাটি হয়েছে। কোনও ভাংচুর হয়নি। কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। পরে সুষ্ঠুভাবে বন্যাকবলিতদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে।’

জেলা ছাত্রলীগের দুর্যোগ ও ত্রাণবিষয়ক সম্পাদক ইশতিয়াক আহমেদ পিয়াল বলেছেন, ছাত্রলীগের উদ্যোগে বিকাল সাড়ে ছয়টার দিকে সদর উপজেলার হালুয়াঘাট এলাকায় কয়েকশ মানুষকে ত্রাণ দেওয়া হয়েছে।