সিংগাইর হানাদার মুক্ত দিবস ১৩ নভেম্বর

সিংগাইর হানাদার মুক্ত দিবস ১৩ নভেম্বর

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

৭১ সনের এই দিনে পাকিস্তান হানাদাররা ঢাকা যাওয়ার পথে সিংগাইরের ধল্লা গাজিন্দা গ্রামে মুক্তিযোদ্ধাদের সঙ্গে সম্মুখযুদ্ধ হয়। মুক্তিযোদ্ধাদের তাড়া খেয়ে পাকিস্তানি সেনারা পালিয়ে গেলে, হানাদারমুক্ত হয় সিংগাইরের মাটি।

যুদ্ধে আনিছুর রহমান, রফিজ উদ্দিন, শরিফুল ইসলাম ও আবুল বাশার নামে চার মুক্তিযোদ্ধা শহীদ হন। আহত হন কয়েকজন সহযোদ্ধা। নিহত চার মুক্তিযোদ্ধার মধ্যে আবুল বাশারকে বাড়ির উঠানে ও অন্য তিন মুক্তিযোদ্ধাকে ধল্লা ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয়ের আঙ্গিনায় কবর দেয়া হয়।

তাদের স্মরণীয় করে রাখতে স্কুলটিকে সরকারিকরণের দাবী জানিয়েছেন শহীদ মুক্তিযোদ্ধাদের স্বজনসহ স্থানীয়রা।