সালিশে বেত্রাঘাতে ২৩ শিক্ষার্থী আহত; আটক তিন

সালিশে বেত্রাঘাতে ২৩ শিক্ষার্থী আহত; আটক তিন

শেয়ার করুন

মুন্সীগঞ্জমুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জে নৌ-ভ্রমনে গিয়ে স্কুল ছাত্র আরাফাত হোসেন অপমৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার গ্রাম্য সালিশে বেত্রাঘাতে ২৩ শিক্ষার্থী আহত হয়েছে। এ সময় শিক্ষার্থীদের সাড়ে ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এ ঘটনায় ওই রাতেই আহত মো. সুমনের বাবা তোফাজ্জল হোসেন বাদী হয়ে চেয়ারম্যান সহ ২৫ জনের বিরোদ্ধে মামলা করেন। মধ্য রাত থেকে সকাল প্রযর্ন্ত অফিযান চলে। এজাহার ভুক্ত ৩ জন কে আটক করে পুলিশ।

মুন্সীগঞ্জ সদর খানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইউনুচ জানান, গতরাত ও শুক্রবার সকালে অভিযান চালিয়ে এই ঘটনায় তিন জন আটক করা হয়েছে। বাদীপক্ষ ২৫ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে।

সালিশিতে প্রত্যেককে ২৫ টি করে বেত্রাঘাত করা হয়। এতে ২৩ শিক্ষার্থী গুরুতর আহত হয়। আহত শিক্ষার্থীদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেলে মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠ বাগবাড়ি মসজিদ প্রাঙ্গনে সালিশি বৈঠকে পঞ্চসার ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা শিক্ষার্থীদের বেত্রাঘাত ও জরিমানার রায় দেন।