সাভারে রিকশায় ওড়না পেচিয়ে শিক্ষার্থীর মৃত্যু

সাভারে রিকশায় ওড়না পেচিয়ে শিক্ষার্থীর মৃত্যু

শেয়ার করুন

258435079_868517943867850_180865711770160541_n

 সাভার প্রতিনিধি।।

সাভারে চলন্ত অবস্থায় রিকশায় ওড়না পেচিয়ে গলায় ফাঁস লেগে ফাতেমা আক্তার রিনা (১৯) নামে এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। খবর পেয়ে হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দুপুর ১২ টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের সাভার বাস স্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে। নিহত ফাতেমা আক্তার সাভারের ভাকুর্তার এলাকায় দেলোয়ার হোসেনের মেয়ে। কৃষি ডিপ্লোমার ছাত্রী ছিলেন।

এ বিষয়ে কৃষি প্রশিক্ষণ ইনষ্টিটিউটের মূখ্য প্রশিক্ষক নাজমুল আহসান জানান, ফাতেমা আক্তার দিনা আমাদের ইনষ্টিটিউটের ছাত্রী। সে কৃষি ডিপ্লোমায় ৫ সেমিস্টারের ছাত্রী।

প্রত্যক্ষদর্শী রুবেল জানায়, দিনা সাভার বাস স্ট্যান্ড থেকে অটোরিকশা করে রেডিও কলোনির দিকে যাচ্ছিলেন। যাওয়ার পথে ওড়না রিকশার চাকার সাথে পেচিয়ে যায়। এসময় রিকশা থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে সাভারের সুপার ক্লিনিকে নিলে তার অবস্থার আরও অবনতি হয়। পরে এনাম মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতিকুর রহমান জানান, ওড়না পেচিয়ে এক ছাত্রী মারা গেছে। যেহেতু সড়ক দুর্ঘটনা নয়। তাই পরিবারের সাথে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

এদিকে সোমবার সকালে আশুলিয়ার বাইশমাইলে অজ্ঞাত গাড়ি চাপায় সাইফুল ইসলাম (৩৬) নামে এক মোটর শ্রমিক নিহত হয়েছে। নিহত সাইফুল ইসলাম নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার তালুয়াচাদপুর গ্রামের শফিউল্লাহ হোসেনের ছেলে।