সাত খুন : দ্বিতীয় দিনের মতো আসামিপক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষ

সাত খুন : দ্বিতীয় দিনের মতো আসামিপক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষ

শেয়ার করুন

 

নারায়ণগঞ্জ প্রতিনিধি :

নারায়ণগঞ্জে ৭ খুনের দুটি মামলায় দ্বিতীয় দিনের মতো আসামিপক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষ হয়েছে।

আগামী ২৭ নভেম্বর পরবর্তী যুক্তিতর্ক উপস্থাপনের তারিখে ধার্য করেছেন আদালত। সকালে জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে ২০ আসামির পক্ষে যুক্তিতর্ক শুরু হয়।

এর আগে, গতকাল ১৫ আসামির আইনজীবীরা তাঁদের যুক্তিতর্ক উপস্থাপন করেন। রাষ্ট্রপক্ষও যুক্তিতর্ক শেষে আসামিদের সর্বোচ্চ শাস্তি- রশিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আবেদন জানান।

২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জের ফতুল্লায় প্যানেল মেয়র নজরুল ইসলাম ও সিনিয়র আইনজীবী চন্দন সরকারসহ ৭ জনকে অপহরণ করা হয়। তিন দিন পর শীতলক্ষ্যা নদী থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।