সাতক্ষীরায় শুরু হয়েছে তিনদিনের উন্নয়ন মেলা

সাতক্ষীরায় শুরু হয়েছে তিনদিনের উন্নয়ন মেলা

শেয়ার করুন

সাতক্ষীরা প্রািতনিধি :

প্রধান মন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের ন্যায় সাতক্ষীরায়ও উদ্বোধন করা হয়েছে তিনদিনের উন্নয়ন মেলা। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে একটি বর্ণাঢ্য উন্নয়ন র‌্যালি বের হয়।

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে সাতক্ষীরা স্টেডিয়ামে এক আলোচনাসভায় মিলিত হয়্। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রওনক মাহমুদ। আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন, পুলিশ সুপার সাজ্জাদুর রহমান , জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদ, সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু প্রমুখ। এরপর বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাতক্ষীরা স্টেডিয়ামে অনুষ্ঠিত এবারের এ উন্নয়ন মেলায় শতাধিক ষ্টল স্থান পেয়েছে।