শরীয়তপুরে সুরেশ্বর দরবারের ভক্তরা আজ ঈদ উদযাপন করছে

শরীয়তপুরে সুরেশ্বর দরবারের ভক্তরা আজ ঈদ উদযাপন করছে

শেয়ার করুন

একই সময়ে সুরেশ্বর দরবারে দুটি ঈদ জামাত
শরীয়তপুরে ঈদ উদযাপন করছে সুরেশ্বর দরবারের ভক্তরা

WhatsApp Image 2021-05-13 at 3.09.14 PM


রোকনুজ্জামান পারভেজ, শরীয়তপুরঃ সৌদি আরবের সাথে মিল রেখে শরীয়তপুরের শুরেশ্বর দরবারে ঈদ উদযাপন করছে তাদের ভক্তরা। সকালে এ দরবারে দুই পীরের মুরিদরা একই সাথে দুটি জামাতের বিভক্ত হয়ে ঈদের নামাজ আদায় করেছেন। দেশের বিভিন্ন এলাকা থেকে এসব জামাতে প্রায় দুই হাজার ভক্তবৃন্দ অংশ নেয়।

একই সময়ে সুরেশ্বর দরবার শরিফের গদিশীন পীর কামাল নুরী তার অনুসারীদের নিয়ে মাজারের সামনে ও অপর পীর শাহ নুরে আক্তার হোসেন (চুন্নু মিয়া) তার অনুসারীদের নিয়ে মসজিদে ঈদের নামাজ আদায় করেন। দুই পীরের রেশারেশির কারণে দীর্ঘদিন যাবত একই সময়ে যার যার ভক্তদের নিয়ে আলাদা ঈদ জামাত অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

WhatsApp Image 2021-05-13 at 3.09.14 PM (1)

সুরেশ্বর দরবার শরিফের গদিশীন পীর কামাল নুরী বলেন, এ দরবারের শুরু থেকে আমরা সৌদি আরবের সাথে মিল রেখে রোজা রাখি এবং ঈদ উদযাপন করে আসছি। বাংলাদেশের অনেক জায়গায় এখন আমাদের সাথে মানুষ রোজা ও ঈদ উদযাপন করেন। একই সময়ে আলাদা আলাদা জামাত সর্ম্পকে মন্তব্য করতে রাজি হননি তিনি