শরীয়তপুরে বাংলাদেশ বেতারের ‘বাহিরাঙ্গন’ অনুষ্ঠিত

শরীয়তপুরে বাংলাদেশ বেতারের ‘বাহিরাঙ্গন’ অনুষ্ঠিত

শেয়ার করুন

শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুরে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ বেতার আয়োজিত বাহিরাঙ্গন অনুষ্ঠান। জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে মঙ্গলবার সন্ধ্যা ৬টায় এই আয়োজন করা হয়, চলে মধ্য রাত পর্যন্ত। এখানে গান পরিবেশন করছেন ক্লোজ আপ ওয়ানে’র নিশিতা বড়ুয়া, চ্যানেল আইয়ের সেরা কন্ঠশিল্পি প্রিয়াংকা বিশ্বাস ও আশিক।

হাজারের অধিক  দর্শকের উপস্থিতিতে সন্ধ্যা থেকে তারা বিভিন্ন গান পরিবেশন করছেন। উচ্ছ্বসিত দর্শকরা মূহুর্মুহ করতালি দিয়ে তাদেরকে উৎসাহিত করেন। গানের বিরতিতে শিল্পিরা শোনাচ্ছেন শিশু ও নারি যোগাযোগ মাধ্যমের বিভিন্ন বার্তা।

শিশু ও নারি  উন্নয়নে যোগাযোগ কার্যক্রমের আওতায় বাংলাদেশ বেতার বহিরাঙ্গন অনুষ্ঠানটি আয়োজন করেছে জেলা প্রশাসন। সহযোগিতায় ও বাংলাদেশ বেতারের মহা পরিচালকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন তথ্য মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব সরাফ উদ্দিন আহমেদ।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ বেতারের উপ-পরিচালক(অনুষ্ঠান) সালাউদ্দিন আহমেদ, শরীয়তপুর জেলা প্রশাসক মো. মাহমুদুল হোসাইন খান, পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন ও সিভিল সার্জন মাশিউর রহমান।