লক্ষ্মীপুর-ভোলা নৌ-রুটে ফেরী চলাচল শুরু

লক্ষ্মীপুর-ভোলা নৌ-রুটে ফেরী চলাচল শুরু

শেয়ার করুন

lakshmipur-fari-calu-pic-16-12-2016
লক্ষ্মীপুর প্রতিনিধি :

লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাট ফেরী ঘাটের পল্টুনের র‌্যাম ভেঙ্গে যাওয়ার দুইদিন পর লক্ষ্মীপুর-ভোলা নৌ-রুটের ফেরী চলাচল শুরু হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে পল্টুনের র‌্যাম মেরামত শেষে ফেরী চলাচল শুরু করে কর্তৃপক্ষ।

এ দিকে দু-পারে মালবাহী ট্রাকসহ বিভিন্ন ধরনের কয়েকশ যানবাহন আটকা পড়েছে। এতে করে দুভোর্গে পড়েছে পন্য বাহী ট্রাক মালিক,ব্যবসায়ী ও চালকরা। এছাড়া নষ্ট হওয়ার পথে বিভিন্ন কাঁচামাল।

গত বুধবার দুপুরে ফেরীতে মালবাহী ট্রাক উঠার সময় পল্টুনের র‌্যাম ভেঙ্গে ট্রাক আটকে যায়। এতে করে ফেরী চলাচল বন্ধ হয়ে পড়ে। লক্ষ্মীপুর সদর উপজেলার মজুচৌধুরীর হাট লঞ্চঘাট থেকে ঢাকা-চট্রগ্রাম, ভোলা ও ইলিশাসহ দেশের দক্ষিনাঞ্চলের ২১ জেলার মানুষ এ নৌ-রুটে চলাচল করছে।