লক্ষ্মীপুরে ইয়াবাসহ ভুয়া সাংবাদিক ও মাদক সম্রাট গ্রেপ্তার

লক্ষ্মীপুরে ইয়াবাসহ ভুয়া সাংবাদিক ও মাদক সম্রাট গ্রেপ্তার

শেয়ার করুন

Capture45মো.কাউছার, লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রায়পুরে ৭৪ পিস ইয়াবাসহ আব্দুর রাজ্জাম আরিফ নামের এক জেলা মানবাধিকার নেতা ও ভুয়া সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ। এসময় অপর এক মাদক সম্রাট টিপু সুলতানকে গ্রেফতার করে। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের বাস টার্মিনাল এলাকা থেকে ইয়াবা বিক্রির সময় তাঁদের গ্রেফতার করা হয়।

আরিফ উপজেলার বামনী ইউনিয়নের খায়ের হাট এলাকার বাসিন্দা ও বাংলাদেশ হিউম্যান রাাইটস এন্ড সোসাইটি মানবাধিকার সংস্থার লক্ষ্মীপুর জেলার সাধারণ সম্পাদক এবং টিপু বাস র্টামিটাল এলাকার মৃত আব্দুল মোতাল্লেবের ছেলে ও পুলিশের তালিকা ভুক্ত মাদক সম্রাট।

পুলিশ জানায়, আরিফ দীর্ঘদিন থেকে ভূয়া ‘সাংবাদিক’ পরিচয় দিয়ে সে মাদক ব্যবসার করে আসছে। গ্রেফাতারের সময় তাঁর কাছ থেকে মানবাধিকার সংস্থার একটি পরিচয় ও অখাত একটি পত্রিকার মেয়াদ উত্তীর্ণ পরিচয়পত্র উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে সকালে তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান।

রায়পুর থানা ভারপাপ্ত কর্মকর্তা বলেন, ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়িকে আটক করা হয়েছে তারা বিভিন্ন পরিচয় দিয়ে মাদক ব্যাবসা করে আসছিল।