রামুর প্লাবিত এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত

রামুর প্লাবিত এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত

শেয়ার করুন

FB_IMG_1627710849169

।। অর্পন বড়ুয়া, কক্সবাজার ।।

কক্সবাজারে বন্যা কবলিত এলাকায় জেলা প্রশাসনের ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে৷

জেলার অন্যান্য উপজেলার মতো রামুতেও প্রতিদিন বিতরণ করা হচ্ছে। প্লাবিত এলাকায় সরকারের জরুরী বরাদদ্পর চাল, ডাল, তেল, লবন, আলু, চিড়া, মুড়িসহ পৌঁছে দেয়া হচ্ছে নানা নিত্যপ্রয়োজনীয় সামগ্রী৷

শুক্রবার গর্জনিয়া ইউনিয়নের কিয়াজরবিল, তিতার পাড়া, কচ্ছপিয়া ইউনিয়নের হাইস্কুল পাড়া, তুলা তলী, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পানের ছড়া, কাঠির মাথা ও চেইন্দার ৩শ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে৷

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিভীষণ কান্তি দাশ ও রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা, সহকারী কমিশনার ভূমি রিগ্যান চাকমাসহ জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন৷

রামু উপজেলা নির্বাহী অফিসার প্ররণ চাকমা জানিয়েছেন,আজ রামুর দক্ষিণ মিঠাছড়ি ও জোয়ারিয়ানালা ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত লোকজনের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করা হবে৷