রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা চেয়ারম্যানের চার দিনের রিমান্ড

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা চেয়ারম্যানের চার দিনের রিমান্ড

শেয়ার করুন

 

রাঙ্গামাটি  প্রতিনিধি :

সাবেক সেনা সার্জেন্ট মুকুল চাকমা অপহরণ মামলায় রাঙ্গামাটির বাঘাইছড়ির উপজেলা চেয়ারম্যান বড়ঋষি চাকমাসহ চার আসামীকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে রাঙ্গামাটির বিচারিক  আদালত।

রোববার অপহরণ মামলায় পুলিশ বাঘাইছড়ির উপজেলা চেয়ারম্যান বড়ঋষি চাকমাসহ চার আসামীর ১০ দিনের রিমান্ড আবেদন করলে রাঙ্গামাটির অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাবরিনা আলীর আদালত সব আসামীর ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে আদালত প্রাঙ্গণে ছবি তুলতে গেলে সাংবাদিকদের অকথ্য ভাষায় গালি গালাজ করেন  উপজেলা চেয়ারম্যান বড়ঋষি চাকমা।

উল্লেখ্য গত ৩০ মে তারিখে বাঘাইছড়ি উপজেলার লাইল্যাঘোনা বক্ষাচাকমার বাড়ী হতে সেনাবাহিনীর সাবেক সার্জেন্ট মুকুল চাকমাকে তার বাড়ী থেকে অস্ত্রধারী সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে যায়।

এই ঘটনায় তার পরিবার বাদী হয়ে বাঘাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান বড় ঋষি চাকমা, প্রভাত চাকমা, ত্রীদিব চাকমা ও অজয় চাকমা সহ আরও বেশ কয়েকজনকে আসামী করে মামলা দায়ের করে।

বড় ঋষি চাকমা এই মামলায় হাই কোর্ট থেকে জামিনে ছিলো। জামিনের মেয়াদ শেষ হওয়ায় আজ ২০ সেপ্টেম্বর হাজিরা দিতে আসলে আদালত তাকে কারাগারে প্রেরণ করে।

রোববার রিমান্ড শুনানির পর উপজেলা চেয়ারম্যান বড়ঋষি চাকমাসহ চার আসামীকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।