রাঙ্গামাটিতে সেরা সাঁতারু বাছাই কার্যক্রম অনুষ্ঠিত

রাঙ্গামাটিতে সেরা সাঁতারু বাছাই কার্যক্রম অনুষ্ঠিত

শেয়ার করুন

rangamati-pic-26-09-16-2রাঙ্গামাটি প্রতিনিধি:

সাঁতারু অন্বেষণ প্রতিযোগিতা সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ কর্মসূচীর আওতায় আজ সোমবার পার্বত্য জেলা রাঙ্গামাটির সেরা সাঁতারু বাছাই কার্যক্রম রাঙ্গামাটি স্টেডিয়াম সংলগ্ন পুকুরে অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ সুইমিং ফেডারেশন ও নৌ বাহিনীর যৌথ উদ্যোগে আয়োজিত সেরা সাঁতারু বাছাই পর্বে রাঙ্গামাটির ১১৫ জন ছেলে মেয়ে অংশ নেন।

rangamati-pic-26-09-16-3এর মধ্যে আজ অংশগ্রহনকারী সাঁতারুদের মাঝে প্রতিভাবান সাঁতারু হিসাবে সেরা টাইমিং এর জন্য ৬ জন ছেলে এবং ৪ জন মেয়েকে নগদ অর্থ পুরস্কার, সনদপত্র ও মেডেল প্রদান করা হয়।

বাংলাদেশ নৌ বাহিনীর কমান্ডার এস এম মাহমুদুর রহমান, লেঃ কমান্ডার এম নাঈমুল হক. লেঃ কমান্ডার এম নাহিদ হাসান এবং সুইমিং ফেডারেশনের প্রধান কোচ তেগুন পার্ক সেরা সাঁতারু বাছাই কার্যক্রমের প্রতিভা বাছাই করেন।

এর আগে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সহ-সভাপতি আব্দুল মান্নান সাঁতারু বাছাই কার্যক্রমের উদ্বোধন করেন। রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি সুনীল কান্তি দে, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা ক্রীড়া অফিসার স্বপন কিশোর চাকমা উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন।