ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় ও উপসর্গে মৃত্যু ৯ , আক্রান্ত...

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় ও উপসর্গে মৃত্যু ৯ , আক্রান্ত ৭২

শেয়ার করুন

Screenshot (208)
।। শাহ আলম উজ্জ্বল,ময়মনসিংহ ।।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত চব্বিশ ঘন্টায়
চিকিৎসাধীন অবস্থায় করোনা ও উপসর্গ নিয়ে ৯জনের মৃত্যু হয়েছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পজিটিভ হয়ে করোনা
ইউনিটে চিকিৎসাধী অবস্থায় ময়মনসিংহের গফরগাঁওয়ের এলাচি খাতুন(৭০) ও পাগলা
থানার আফাজ উদ্দিন(৬৫) করোনা ইউনিটে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন
অবস্থায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের নিয়ামুল কবির (২৬),গফরগাঁয়ের ইকবাল হোসেন
(৪৫),ফুলপুরের রোখসান (৩৫) নেত্রকোনার আটপাড়া উপজেলার সিদ্দিকুর রহমান (৬৫)
কলমাকান্দা উপজেলার আমেনা খাতুন (৬০) ওজামালপুরের মেলান্দ উপজেলার মোমেনা (৬৫)
যারা মারা গেছেন বলে করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য
নিশ্চিত করেছেন । তিনি জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৪৩ জন
ভর্তিসহ এখন পর্যন্ত ২৬০ জন এবং আইসিউতে ২০ জন চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৩৬৬ টি নমুনা
পরীক্ষায় ৭২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। জেলায় মোট শনাক্ত ৮ হাজার ২৫৪ জন। সুস্থ
হয়েছে ৮ হাজার ২৫৪ জন। মোট মৃত্যু ৫৬জন। ২৪ ঘন্টায় জেলায় শনাক্তকারীদের মধ্যে
সিটি কর্পোরেশনসহ সদরেই রয়েছে ১০৮জন।
সাত দিনের কঠোর বিধি নিষেধের তৃতীয় দিনে ময়মনসিংহে ঢিলেঢালা ভাবে
চলছে,নগরীর বিভিন্ন সড়কে অবাধে রিক্সা চলাচল করছে। ওষুধ ও নিত্যপণ্য ছাড়া প্রায় সব
দোকানপাট বন্ধ রয়েছে। পুলিশ সুপার আহমার উজ্জামান জানিয়েছেন আজ থেকে নগরীরর
অলিগলিতে পুলিশী টহল বাড়ানো হবে যাতে কেউ বাসা-বাড়ি থেকে বের না হতে পারে।
জেলায় ৩৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনীর ১০টি টিম, বিজিবি’র
৮টি টিমসহ র‌্যাব-পুলিশের ১৮টি টিম মাঠে কাজ করছে বলে জেলা প্রশাসক এনামুল
হক জানিয়েছেন।