মৃত্যুর সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে খাদিজা

মৃত্যুর সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে খাদিজা

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

খাদিজা বেগম নার্গিসের শারীরিক অবস্থা এখনো অপরিবর্তিত। আরো কয়েক দিন নিবিড় পর্যবেক্ষণে থাকতে হবে তাকে। অন্যদিকে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে খাদিজার হামলাকারী ছাত্রলীগ নেতা বদরুলের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছে তার পরিবার।

দুই দফা অপারেশনের পর স্কয়ার হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছিলেন ৭২ ঘন্টা পর্যবেক্ষণের পর সিলেটের কলেজ ছাত্রী খাদিজার শারীরিক অবস্থা সম্পর্কে জানাতে পারবেন তারা।

শুক্রবার বিকেলে সেই সময় শেষ হওয়ায় সবার আগ্রহ ছিল, কেমন আছে খাদিজা? হাসপাতাল কর্তৃপক্ষ শুক্রবার আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও শনিবার দুপুর ১২টা নাগাদ এ ব্যাপারে ব্রিফ করবেন বলে জানা গেছে।

হাসপাতালে খাদিজার ভাই শাহিন আহমেদ জানান, আরও কয়েকদিন পর্যবেক্ষণের পর খাদিজার শারীরিক অবস্থার উন্নতি হতেও পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে খাদিজাকে নিয়ে বিভ্রান্তিকর খবরেরও সমালোচনা করেন তিনি।

অন্যদিকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ছোট ভাই জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি আব্দুল মোমেন সিলেটে খাদিজার বাড়িতে যান। এ সময় তার বাবা হামলাকারীর দ্রুত বিচারের দাবি জানিয়েছেন।

খাদিজার ওপর হামলার ঘটনায় শুক্রবারও প্রতিবাদ জানিয়েছে সিলেটের মানুষ। মানববন্ধন করে তারা হামলাকারী বদরুলের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন।