মুন্সীগঞ্জে পাগলা কুকুরের উপদ্রব; ভ্যকসিন সংকট

মুন্সীগঞ্জে পাগলা কুকুরের উপদ্রব; ভ্যকসিন সংকট

শেয়ার করুন

Photo munshiganj 03.08 (3)

মুন্সিগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জে পাগলাকুকুরের কামড়ে শিশুসহ ১৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার সকালে ও গতকাল দুই দিনে জেলার সিরাজদিখান উপজেলায় পাগলাকুকুরের কামড়ে আহত হয়ে হাসপাতালে ৮/১০ জন চিকিৎসা নিয়েছেন বলে চিকিৎসক জানিয়েছেন।

আহতরা হলেন, শুভ (১০), বিপু (২২), শাহাবুদ্দিন কাজী (৪৫), সাইদ (২১),শহিদুল (২৭)। বাকিদের মহাখালি হাসপাতালে নেওয়া হয়েছে।

Photo munshiganj 03.08 (2)

স্থানীয় সূত্র জানান, স্থানীয় যুবকরা আজ বুধবার সকালে ১ টি পাগলা কুকুর পিটিয়ে মেরেছে বলে জানা যায়। স্কুলের শিক্ষার্থীরা কুকুরের ভয়ে লাঠি হাতে স্কুলে যেতে দেখা গেছে।

সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. দুলাল হোসেন জানান, মঙ্গলবার দিবাগত রাতে হাসপাতালের জরুরী বিভাগে ৮/১০ জন চিকিৎসা নিয়েছে। উপজেলা ও জেলা সদর হাসপাতালেও ভ্যাকসিন সংকট তাই মহাখালি হাসপাতালে পাঠানো হয়েছে।