মিরসরাই ট্র্যাজেডির ষষ্ঠ বছর

মিরসরাই ট্র্যাজেডির ষষ্ঠ বছর

শেয়ার করুন

indexনিজস্ব প্রতিবেদক :

দেশের ইতিহাসে স্মরণকালের ভয়াবহ ‌‌মিরসরাই ট্র্যাজেডির ষষ্ঠ বছর।

২০১১ সালের এ দিনে ফুটবল খেলা শেষে ট্রাকে করে ঘরে ফেরার পথে চট্টগ্রামের মিরসরাই বড়তাকিয়া-আবু তোরাব সংযোগ সড়ক এলাকায় চালকের বেপরোয়া গতি কেড়ে নিয়েছিল ৪৩ শিক্ষার্থীসহ ৪৫ জনের প্রাণ। চালক মফিজের মোবাইল ফোনে কথা বলতে বলতে ট্রাক চালানো ও বেপরোয়া গতির ফলে ট্রাক উল্টে যায় পাশের ডোবায়।

সেই নির্মম ঘটনায় নিহতদের মা-বাবার আর্তনাদ ও শোকের মাতমে মিরসরাইয়ের বাতাস এখনো ভারি হয়ে ওঠে। আবুতোরাব স্কুলের শিক্ষার্থীরা আজও তাদের বন্ধুদের খুঁজে ফেরে স্কুলের আঙ্গিনা আর খেলার মাঠে। ঘটনার পর স্কুল প্রাঙ্গণে নির্মিত করা হয় স্মৃতিফলক ‘আবেগ’। অন্যদিকে, যার কারণে এ মর্মান্তিক দুর্ঘটনা সেই চালক মফিজের শাস্তি হয় মাত্র ৫ বছরের সশ্রম কারাদণ্ড।