মানিকগঞ্জে লকডাউনে রাতে বাল্যবিয়ের আয়োজন, বন্ধ করলেন ইউএনও

মানিকগঞ্জে লকডাউনে রাতে বাল্যবিয়ের আয়োজন, বন্ধ করলেন ইউএনও

শেয়ার করুন

FB_IMG_1627491335951

।। মোঃ সোহেল রানা, মানিকগঞ্জ ।।

মানিকগঞ্জের শিবালয়ে লকডাউন অমান্য করে রাতের বেলায় ১৫ বছর বয়সী এক কিশোরীর বাল্যবিয়ের অনুষ্ঠানের আয়োজন বন্ধ করলেন ইউএনও । মুচলেকা দিয়ে বর পক্ষকে দিতে হলো অর্থদন্ড।

আজ বুধবার দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার মহাদেবপুর ইউনিয়নের কাউয়ের বিল এলাকায় এ বাল্যবিয়ের আয়োজনের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে শিবালয় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেসমিন সুলতানা জানান, ১৫ বছর বয়সী কিশোরীর বিয়ের খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে ছুটে যান তিনি ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম আবু দারদা। বিবাহ সম্পন্ন হবার পূর্বেই আটক করা হয় কিশোরীর বাবা ও আগত বরকে। এরপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কিশোরীর বাবাকে ১৮ বছরের আগে মেয়েকে বিয়ে না দেওয়ার বিষয়ে লিখিত মুচলেকা নেওয়া হয় ও আগত বর(২২) কে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এ ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদানসহ লিখিত মুচলেকা নেওয়া হয়। বাল্যবিবাহ প্রতিরোধে শিবালয় উপজেলা প্রশাসনের এরূপ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।