মানিকগঞ্জে কৃষক হত্যা মামলায় আমৃত্যু কারাদন্ড

মানিকগঞ্জে কৃষক হত্যা মামলায় আমৃত্যু কারাদন্ড

শেয়ার করুন

IMG20210922155855_2

।। মানিকগঞ্জ সংবাদদাতা ।।

মানিকগঞ্জ সদরে কৃষক হত্যা মামলায় মোহাম্মদ আজাদ (৪৩) নামের এক ব্যক্তিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার বিকেল ৪টার দিকে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উৎপল ভট্টাচার্য্য আসামির উপস্থিতিতে এই রায় প্রদান করেন। একই সাথে দশ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

দন্ডপ্রাপ্ত আজাদ মানিকগঞ্জ সদরের চর বেউথা এলাকার আজহার মিয়ার ছেলে। তিনি পেশায় রঙ মিস্ত্রীর কাজ করতেন।

রায়ে রাস্ট্র পক্ষের আইনজীবী এ পি পি মথুরনাথ সরকার সন্তোষ প্রকাশ করলেও আসামী পক্ষের আইজীবী এটিএম শাহজাহান উচ্চ আদালতে আপিলের কথা জানিয়েছেন।

মামলার বিবরনে জানা যায়, ২০১৪ সালের ১২ জানুয়ারি বাড়ির অদূরে নিজের সরিষা খেতে কাজ করছিলেন কৃষক কালিচরণ মন্ডল। এসময় পার্শ্ববর্তী চর-বেউথা এলাকার মোহাম্মদ আজাদের সাথে কথা কাটাকাটি হলে কৃষক কালিচরণ মন্ডলের হাতে থাকা দা কেড়ে নিয়ে কুপিয়ে ও হত্যা করে আজাদ। এঘটনায় পুলিশ পরের বছর ১০ আগস্ট আদালতে মামলার চার্জশীট দাখিল করেন এবং মামলায় ১৭ জনের সাক্ষগ্রহন শেষে আসামীর উপস্থিতিতে এই রায় ঘোষনা করেন বিচারক।