মানবসেবায় সর্বদা প্রস্তুত মাশরাফির নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন

মানবসেবায় সর্বদা প্রস্তুত মাশরাফির নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন

শেয়ার করুন
narail express oxygen-02 05-05-2021নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের কর্মীরা অক্সিজেন 
সিলিন্ডার নিয়ে ছুটছেন করোনা আক্রান্তদের কাছে। 
ছবি- এটিএন টাইমস

কার্ত্তিক দাস, নড়াইলঃ প্রতিষ্টার পর থেকেই মানবতারসেবায় কাজ করে চলেছে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন। সংগঠনের কর্মীরা
দিনরাত ছুটে বেড়িয়েছে কিভাবে সমাজসেবামুলক কর্মকান্ডের পাশাপাশি অসহায় মানুষদের পাশে দাড়ানো যায়।
নড়াইলকে কিভাবে আদর্শ জেলায় পরিণত করা যায়। বিশেষ করে করোনাকালীণ সময়ে ঈর্ষণীয় ভুমিকা রয়েছে
সংগঠনের কর্মীদের।
নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফি বিন মোর্ত্তজার দিক নির্দেশনায় এক ঝাক তরুন নিরলসভাবে দিনরাত
কাজ করে চলেছে। মাশরাফিকে ভালোবাসার জায়গা থেকে তাদের এ কর্মকান্ড।

mashrafeমাশরাফি বিন মর্তুজা, ফাইল ফটো

সংগঠন সূত্রে জানা গেছে,দীর্ঘ এক বছর ধরে শ্বাসকষ্টের রোগিদের বিনামূল্যে অক্সিজেনসেবা দিয়ে আসছে।
খবর পেলেই করোনাক্রান্ত রোগিদের সেবা দিতে জেলার যে কোনো প্রান্তে ছুটে যায় কর্মীরা। স্বাস্থ্যসেবা ও
টেলিমেডিসিনসেবা দেওয়া,করোনা নমুনা সংগ্রহের জন্য আর্থিক সহায়তা প্রদানসহ কয়েক হাজার মানুষকে
খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো.তরিকুল ইসলাম এটিএন টাইমসকে বলেন, গত বছরের মার্চ মাস থেকে দেশে
করোনা প্রাদুর্ভাব শুরু হলে এপ্রিল মাস থেকে ফাউন্ডেশনের উদ্যোগে এই ধরণের সেবামুলক কার্যক্রম চালু
করা হয়। এরপর ১০ জুলাই থেকে করোনায় শ্বাসকষ্টের রোগিদের ফ্রি অক্সিমিটারসহ অক্সিজেন ও
নেবুলাইজারসেবা প্রদান কার্যক্রম শুরু হয়। তিনি বলেন,আমাদের এ কার্যক্রমকে এগিয়ে নিতে দেশের অনেক
সংগঠন,প্রতিষ্ঠান অক্সিজেন সিলিন্ডার দিয়ে সহায়তা করছেন। বর্তমানে আমাদের কাছে থাকা ২৬টি
অক্সিজেন সিলিন্ডার নিয়ে ফাউন্ডেশনের হায়দার আপন,নাজমুস সাকিবসহ বেশ কয়েকজন কর্মী দিনরাত
স্বেচ্ছাশ্রম দিয়ে যাচ্ছেন। তিনি বলেন, গত ১ মাস আগে লোহাগড়া উপজেলায় উপজেলা আওয়ামী লীগৈর
সহসভাপতি ফয়জুল হক রোমের নেতৃত্বে নতুন করে এ ধরণের কার্যক্রম চালু করা হয়েছে।
ফাউন্ডেশনের স্বাস্থ্যকর্মী হায়দার আপন এবং নাজমুস সাবিক জানান,রোগির স্বজনরা মুঠোফোনে
আমাদের সঙ্গে যোগাযোগ করলেই জরুরীভাবে রোগির বাড়িতে অক্সিজেন সিলিন্ডার নিয়ে হাজির হই।
তারা জানান,মহামারি করোনায় ভয়ে কখনো সেবা প্রদান থেকে নিজেদেরকে আড়াল করিনি। এ পর্যন্ত
৩৯৮ জন শ্বাসকষ্টের রোগিকে অক্সিজেনসেবা দেওয়া হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে করোনায় আক্রান্ত একজন নারী রোগি বলেন,আমি যখন শ্বাসকষ্টে
মৃত্যু মুখে পতিত হই তখন মাশরাফির ফাউরেন্ডশনের কর্মীরা দেবদূত হয়ে আমার বাড়িতে পৌছে
অক্সিজেন দিয়ে আমাকে বাচায়। আবেগ তাড়িত কন্ঠে তিনি বলেন,ঈশ্বর মাশরাফিসহ তার
প্রতিষ্ঠানের কর্মীদের দীর্ঘদিন বাচিয়ে রাখুক।