দেশজুড়ে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ

দেশজুড়ে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

দেশের বিভিন্ন জায়গায় সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত এবং ২৫ জন আহত হয়েছে।

বগুড়ার শেরপুরে বাস-ট্রাক সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৫ জন। রোববার রাত পৌনে ৩টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের মির্জাপুর আমবাগান এলাকায় রংপুর থেকে ঢাকাগামী একটি বাসের সঙ্গে বিপরীতমুখী লোহার অ্যাঙ্গেল বোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় লোহার অ্যাঙ্গেল ওই বাসের সামনে দিয়ে ঢুকে চালকের আসন হয়ে পেছন দিয়ে বের হয়ে যায়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু ও ২৬ জন আহত হন। হাসপাতালে নেওয়ার পর মারা যায় আরও একজন।

মাগুরা-ফরিদপুর সড়কের পারনান্দুয়ালী বড় মসজিদ এলাকায় সকালে দ্রুতগামী পিকআপ ভ্যানের চাকায় পিষ্ট হয়ে দুই সাইকেল আরোহী নিহত হয়েছে। সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলেন কুদ্দুস বিশ্বাস (৬০) ও মো. ইব্রাহিম (৩৫)। মাগুরা সদর থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বলেন, নিহত দুজনের লাশ সদর হাসপাতালের মর্গে রয়েছে।

এছাড়া কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে সকালে মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে মারা গেছে এক ইউপি সদস্য।