মংলা বন্দরে চিনা নাগরিকসহ নিহত দুই

মংলা বন্দরে চিনা নাগরিকসহ নিহত দুই

শেয়ার করুন

 

মংলা প্রতিনিধি:

মংলা বন্দরে বসুন্ধরার একটি বার্জ ক্রয় করার জন্য পরিদর্শনে এসে চিনের একজন নাগরিক সহ ২ জন নিহত হয়েছে। আহত হয়েছে ২ জন।

রোববার দুপুরে মংলা বন্দরের শিল্প এলাকায় বসুন্ধরার মেঘনা সিমেন্ট মিল এলাকায় এ দূর্ঘটনা ঘটে ।

মংলা থানার পুলিশ ও বসুন্ধরার মংলার জিএম মেজর (অব.) শাকির আহম্মেদ জানান, পদ্মা সেতুর নদী শাসনের কাজে নিয়োজিত চিনের দুই নাগরিক ও বাংলাদেশের দুই নাগরিক আজ দুপুরে মংলায় অবস্থিত বসুন্ধরার একটি বার্জ ক্রয় করার জন্য পরিদর্শনে আসে। চিনা নাগরিক ঝাং হংয়ি (৫০) বার্জটি পরিদর্শনকালে বার্জের হ্যাচে (তলদেশে) প্রবেশ করে।

বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে তিনি সেখানে পড়ে যান। এরপর বসুন্ধরার মেঘনা সিমেন্ট ফ্যাক্টরির কর্মচারী বাংলাদেশী নাগরিক মাসুদ তাকে উদ্ধার করতে গিয়ে সেও অজ্ঞান হয়ে পড়ে যায়।

এরপর তাদের মংলা বন্দর কর্তৃপক্ষের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তাদের দুজনকে উদ্ধারের সময় এ কোম্পানির আরও দু’জন কর্মচারী আহত হয়ে পড়ে। আহতরা হলো সাইদুর রহমান ও বিলাল হোসেন ।

মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফুর রহমান জানান, নিহত দু’জনের মরদেহ ময়না তদন্তের জন্যে বাগেরহাট সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাসের বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে।