বয়স্কদের আগে টিকা দেওয়া হবে, মানিকগঞ্জে স্বাস্থ্যমন্ত্রী

বয়স্কদের আগে টিকা দেওয়া হবে, মানিকগঞ্জে স্বাস্থ্যমন্ত্রী

শেয়ার করুন

Health Minister

।। মোঃসোহেল রানা, মানিকগঞ্জ ।।

ধৈর্য্য ধরুন টিকা প্রাপ্তি নিয়ে হতাশার কিছু নেই। আগে বয়স্ক মুরব্বিদের আগে টিকা দিতে হবে। তাদেরকে সুরক্ষিত করতে হবে। কারন করোনা ভাইরাসে পঞ্চাশোর্ধ লোকের মৃত্যুর হার ৯০ শতাংশ। তাই আমরা আগে তাদেরকে টিকা দেবো। এছাড়া গ্রামগঞ্জে বেশি টিকা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। গ্রামের লোকজন টিকা কম পাওয়ায় মৃত্যুর সংখ্যা বেড়েছে। শণিবার দুপুর সাড়ে ৩ টার দিকে মানিকগঞ্জ জেলা ছাত্রলীগ আয়োজিত জাতীয় শোকদিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন।

মন্ত্রী আরও বলেন, ডিসেম্বরের মধ্যে চুক্তিকৃত টিকা এসে পৌছালে, ৪ মাসের মধ্যে পরিকল্পনানুযায়ী আরও ৭ কোটি মানুষকে টিকার আওতায় নিয়ে আসতে পারবো আমরা।

জেলা ছাত্রলীগের সভাপতি সিফাত কৌরাইশী সুমনের সভাপতিত্বে, অনুষ্ঠানে মানিকগঞ্জ -১ আসনের সংসদ সদস্য এ এম নাইমুর রহমান দূর্জয়, মানিকগঞ্জ- ৩ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম, জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, সাধারণ – সম্পাদক এ্যাডভোকেট আব্দুস সালাম, জেলা ছাত্রলীগের সাধারণ -সম্পাদক রাজেদুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

বক্তব্যে ছাত্রলীগের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, আসন্ন জেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে ছাত্রলীগকে একযোগে কাজ করতে হবে। নিজেদের মধ্যে কোন কোন্দল যেন সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।