বিভিন্ন জেলার বন্যার পানি কমতে শুরু করেছে

বিভিন্ন জেলার বন্যার পানি কমতে শুরু করেছে

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক :

বিভিন্ন জেলার বন্যার পানি কমতে শুরু করেছে। তবে বন্যা দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি, শুকনো খাবার, ও গো-খাদ্যের সংকট ।

যমুনার পানি কমায় জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতির আরো উন্নতি হয়েছে। বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে ২০ সে.মি. কমলেও এখনো বিপদসীমার ৫৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্ধ রয়েছে জেলার ৩৭৩টি শিক্ষা প্রতিষ্ঠান ।

সিরাজগঞ্জে যমুনা নদীর পানি কমতে থাকলেও পানিতে তলিয়ে গেছে ১২ হাজার হেক্টর ফসলী জমি, রাস্তা-ঘাট ও শিক্ষা প্রতিষ্ঠান।

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনায় পানি কমে বিপদসীমার ৩৯ সেঃ মিঃ উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এখনও জেলার তিন উপজেলার ৭৫ গ্রামের ১৩ হাজার পরিবার বন্যা কবলিত।

পানি কমতে শুরু করলেও গাইবান্ধার বন্যা দুর্গত এলাকায় দেখা দিয়েছে পানি বাহিত নানা রোগ।  কুড়িগ্রামে বানভাসী মানুষ ১১ দিন ধরে পানিবন্দি থাকায় তীব্র খাদ্য সংকটে পড়েছেন । শুকনো খাবার প্যাকেট বিতরণ করা হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।

মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও স্বাস্থ্যঝুঁকিতে বন্যাকবলিত হাওরপাড়ের বাসিন্দারা।