বিনোদনকেন্দ্রগুলো বন্ধ থাকায় নেত্রকোণায় খোলা মাঠে জনসাধারণের ইদের ঘুরাঘুরি

বিনোদনকেন্দ্রগুলো বন্ধ থাকায় নেত্রকোণায় খোলা মাঠে জনসাধারণের ইদের ঘুরাঘুরি

শেয়ার করুন

Screenshot (29)

নিচের লিঙ্কে ক্লিক করে ইউটিউবে এই নিউজের ভিডিও ক্লিপ দেখুন।

https://youtu.be/uexajGg5Fmk


আসাদুজ্জামান তালুকদার, নেত্রকোণাঃ  করোণা অতিমারীর মাঝে ইদ এর দিনে নেত্রকোণায় বিনোদন কেন্দ্র বন্ধ থাকায় খোলা জায়গাগুলোতে জনসাধারণের ভীড় লক্ষ্য করা যায়।

করোণাকালীন সময়ে গৃহবন্দী মানুষ ইদ এর দিনে একটু খোলা হাওয়ার সন্ধানে বেরিয়ে পড়ে। জেলা সদরের নাগড়া এলাকার বিএডিসি ফার্মের খোলা মাঠে নামে হাজারো মানুষের ঢল।
ইদ আনন্দে স্বাস্থ্যবিধি কিছুটা উপেক্ষিত হলেও অধিকাংশদেরই মুখে মাস্ক ছিল। কেউ বন্ধু-বান্ধবের সাথে আড্ডায়, কেউবা আবার সপরিবারেই বেরিয়েছেন ঘুরতে।
 এদিকে ইদ এর দিনে ময়মনসিংহ ল্যাবে ২৬ নেত্রকোণার  টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
 ২৬ টির মধ্যে শনাক্তকৃত ০১ জন।
এখনও পর্যন্ত পরীক্ষাগারে মোট নমুনার সংখ্যা ১৫৭৩৪ টি এরমধ্যে ১৫৪৭৬টির রির্পোট পাওয়া গেছে।
এ পর্যন্ত জেলায় শনাক্তকৃত সর্বমোট ১০৯১ জন
সুস্থ  হয়েছেন ৯৬৮ জন। এখনও পর্যন্ত মৃত্যু- ১৯ জন মারা গেছেন।