বান্দরবানে সাড়ে ৯ কোটি টাকা ব্যয়ের সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন

বান্দরবানে সাড়ে ৯ কোটি টাকা ব্যয়ের সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন

শেয়ার করুন

IMG_20211210_141236

।। বান্দরবান প্রতিনিধি ।।
পার্বত্য চট্টগ্রামে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে এ অঞ্চলের অর্থনৈতিক অবস্থার ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে বলে মন্তব্য করেছেন পার্বত্য মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

আজ শুক্রবার সকালে বান্দারবান রোয়াংছড়ি সড়কের হানসামা পাড়া এলাকায় নুয়াপতং খালের উপর প্রায় সাড়ে ৯ কোটি টাকা ব‍্যয়ে সেতুর ভিত্তিপ্রস্তর দেওয়ার সময় এক জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

এ সময় মন্ত্রীর সাথে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শেখ ছাদেক, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল কুদ্দুস ফরাজী, রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফোরকান এলাহী, সদর উপজেলার চেয়ারম্যান একে এম জাহাঙ্গির, রোয়াংছড়ি উপজেলা চেয়ারম্যান চহাইমং মারমা, সড়ক জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মোসলেহ উদ্দিন চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পরে ওই এলাকায় এক জনসভা অনুষ্ঠিত হয়। নোয়াপতং খালের উপর প্রায় ৫০ মিটার দীর্ঘ গার্ডার ব্রিজটি নির্মাণ করছে বান্দরবান সড়ক জনপথ বিভাগ। গতবছর গুরুত্বপূর্ণ এই সেতুটি ভেঙ্গে রোয়াংছড়ি উপজেলার সাথে বান্দরবানের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে লোহার বেইলি ব্রিজ দিয়ে বিকল্প পন্থায় ঝুঁকিপূর্ণভাবে এ সড়কে যানবাহন চালু করা হয়। সেতুটি নির্মাণ হলে বান্দরবানের সাথে রোয়াংছড়ি ও রুমা উপজেলার সড়ক যোগাযোগ আরো উন্নত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।