বান্দরবানে পরিবেশ রক্ষা ও পর্যটন কেন্দ্রের সৌন্দর্য বৃদ্ধিতে এক একর জায়গা জুড়ে...

বান্দরবানে পরিবেশ রক্ষা ও পর্যটন কেন্দ্রের সৌন্দর্য বৃদ্ধিতে এক একর জায়গা জুড়ে ফলের বাগান উদ্বোধন

শেয়ার করুন

B.Ban News Footage.4 August 2021.1_5853।। বান্দরবান প্রতিনিধি ।।

পরিবেশ সুরক্ষার পাশাপাশি পর্যটন এলাকার সৌন্দর্য বৃদ্ধিতে পার্বত‍্য জেলা বান্দরবানে জেলা প্রশাসনের উদ্যোগে এক একর জায়গা জুড়ে ফলের বাগান গড়ে তোলা হয়েছে। জেলা শহর থেকে ১৪ কিলোমিটার দূরে পর্যটন কেন্দ্র প্রান্তিক লেকের পাশেই এই ফলের বাগানটির অবস্থান। প্রাথমিক পর্যায়ে এ বাগানটিতে ২’শটি বিভিন্ন ফলের গাছের চারা রোপণ করা হয়েছে। এ ফলের বাগান টি পর্যটকদের যেমন আকৃষ্ট করবে তার পাশাপাশি পর্যটন কেন্দ্র প্রান্তিক লেকের সৌন্দর্যও বৃদ্ধি পাবে। আজ বুধবার সকালে পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ফলের বাগান এর উদ্বোধন করেন।

এ সময় তাঁর সাথে জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তিবরীজি, পুলিশ সুপার জেরিন আখতার, অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফুর রহমান সহ প্রশাসন, বন বিভাগ ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য ২০০১ সালে প্রায় ২৯ একর এলাকাজুড়ে কৃত্রিম লেক বান্দরবানের অন্যতম পর্যটন কেন্দ্র প্রান্তিক লেক পর্যটন কেন্দ্রটি গড়ে তোলা হয়। এখানে পর্যটন মৌসুমে এই লেকের সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন স্থান থেকে শত শত পর্যটক ভিড় জমায়।