বান্দরবানে ট্যুরিস্ট পুলিশের উদ্যোগে বৃক্ষরোপন

বান্দরবানে ট্যুরিস্ট পুলিশের উদ্যোগে বৃক্ষরোপন

শেয়ার করুন

।। বান্দরবান প্রতিনিধি ।।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯১তম জন্মবার্ষিকী এবং ক্যাপ্টেন শহীদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ট্যুরিস্ট পুলিশ বান্দরবান রিজিয়ন এর উদ্যোগে বৃক্ষরোপন কর্মসুচির উদ্বোধন করা হয়েছে। ১৪আগস্ট (শনিবার) সকালে বান্দরবানের মেঘলায় ট্যুরিস্ট পুলিশ জোন কার্যালয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বৃক্ষরোপন কর্মসুচীর উদ্বোধন করেন। IMG_20210814_140941

IMG_20210814_140922এসময় পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং একটি কৃষ্ণচুড়া গাছের চারা রোপন করে কার্যক্রমের উদ্বোধন করেন। বৃক্ষরোপন কর্মসুচির উদ্বোধনী অনুষ্ঠানে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, ট্যুরিস্ট পুলিশ বান্দরবান রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হালিম,ট্যুরিস্ট পুলিশ বান্দরবান জোনের ইনচার্জ মো.আমিনুল হক,সদর থানার ওসি মো.শহিদুল ইসলাম চৌধুরীসহ ট্যুরিস্ট পুলিশ এর সদস্যরা উপস্থিত ছিলেন।