বান্দরবানের প্রয়াত বোমাং রাজ রানী মাশৈনু মারমার অন্তোষ্টিক্রিয়া সম্পন্ন

বান্দরবানের প্রয়াত বোমাং রাজ রানী মাশৈনু মারমার অন্তোষ্টিক্রিয়া সম্পন্ন

শেয়ার করুন

B.Ban News Footage. 1 August 2021._8199।। বান্দরবান প্রতিনিধি ।।

বান্দরবানের প্রয়াত বোমাং রাজ রানী মাশৈনু মারমার অন্তোষ্টিক্রিয়া আজ রবিবার সম্পন্ন হয়েছে। দুপুরে মারমা সম্প্রদায়ের রীতি অনুযায়ী রানীর মরদেহ শ্রদ্ধা জানিয়ে ও করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে রাজপরিবারের সদস্য এবং প্রজারা শ্মশানে নিয়ে যান। মারমা সৈইং দলের সদস্যরা রঙিন জামা পড়ে ঐতিহ্য অনুযায়ী মরদেহ কাঁধে করে নিয়ে যান এ সময়।

শবযাত্রায় পার্বত্য মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, রাজপরিবারের সদস্য সহ বান্দরবানের বিভিন্ন এলাকার নারী-পুরুষ অংশগ্রহণ করে। পরে শ্মশানে বৌদ্ধ ভিক্ষুদের মাধ্যমে পঞ্চশীল প্রার্থনা ও রানীর মরদেহের প্রতি শ্রদ্ধা জানান বিভিন্ন স্তরে লোকজন। গত বুধবার সকালে বান্দরবানের বোমাং সার্কেলের ১৪ তম রাজা প্রয়াত মংশৈ প্রু চৌধুরীর ছোট স্ত্রী রানী মাশৈনু মারমা ৯০ বছর বয়সে পুরাতন রাজবাড়ির তার নিজ বাসভবনে পরলোকগমন করেন।