বান্দরবানের দুর্গম এলাকা থেকে ফের উচ্চ বিস্ফোরক ১২‌টি মর্টার শেল উদ্ধার

বান্দরবানের দুর্গম এলাকা থেকে ফের উচ্চ বিস্ফোরক ১২‌টি মর্টার শেল উদ্ধার

শেয়ার করুন

Bandarban ruma mortal sel news pic-1

।। বান্দরবান প্রতি‌নি‌ধি ।।
বান্দরবানে ফের উচ্চ বিস্ফোরক মর্টার শেল উদ্ধার করেছে সেনাবাহিনী। রুমায় উপজেলার সদর ইউনিয়নের বাছার ঢেউ এলাকা থেকে সোমবার সকালে পরিত্যক্ত অবস্থায় মাটির নিচ থেকে ১২‌টি মর্টার শেল উদ্ধার ক‌রে‌ রুমা ২৮ বীরের সেনা সদস‍্যরা। সেনাবা‌হিনী জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রুমা জোনের জোন কমান্ডার  লেঃ কর্ণেল মােহাম্মদ মাসুদ পারভেজ এর নি‌র্দেশে মেজর মুহতাদী কামাল আহমদ এবং ক্যাপ্টেন অনিন্দ্য ইমতিয়াজ এর নেতৃত্বে ১৭ জ‌নের এক‌টি সেনা দল সাংগু নদী অতিক্রম করে দূর্গম  বাছার‌ ঢেউ এলাকায় অ‌ভিযান চালায়। এসময় ঐ এলাকায় মা‌টির নি‌চে পু‌ঁতে রাখা অবস্থায় ১২‌টি প‌রিত‌্যক্ত মর্টার শেল উদ্ধার ক‌রে। প‌রে বোম্ব ডিসপােজাল দল এ‌সে তা নিস্ক্রিয় করে। উদ্ধারকৃত মোর্টার শেলগুলো কাদের তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। রুমা (২৮বীর) জো‌নের জোন কমান্ডার লে: ক‌র্ণেল মােহাম্মদ মাসুদ পারভেজ জানান, দীর্ঘ দিন যাবৎ পার্বত্য চট্টগ্রাম এলাকায় কিছু সন্ত্রাসী দল চাঁদাবাজি অপহরণ সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে এলাকাকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা করছে। বাংলাদেশ সেনাবাহিনী এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন অভিযান পরিচালনা করে আসছে।