বাগেরহাটের শরনখোলায় ভয়াবহ অগ্নিকাণ্ড

বাগেরহাটের শরনখোলায় ভয়াবহ অগ্নিকাণ্ড

শেয়ার করুন

Bgerhat

মাসুম বিল্লাহ: বাগেরহাটের শরণখোলায় রসুলপুর বাজারে আগুন লেগে ১২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ৪ এপ্রিল রোববার রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয়রা দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। অগ্নিকাণ্ডে বাজার ব্যবসায়ীদের ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

বাজার ব্যবসায়ীরা জানান, রোববার সন্ধ্যায় আবহাওয়া খারাপ হওয়ায় বেশিরভাগ দোকান বন্ধ করে দেন। হঠাৎ রাত ৯ টার দিকে বাজারের এসাহাক চাপরাশির লন্ড্রীর দোকান থেকে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। বিদ্যুৎ না থাকায় ভুলবসত মোমবাতি জ্বালিয়ে রেখে দোকান বন্ধ করে বের হওয়ায় সেই আগুন থেকে অগ্নিকাণ্ড ঘটেছে বলে ব্যবসায়ীদের ধারণা। তবে শরণখোলা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু বকর সিদ্দিক জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে।

bagerhat2

স্থানীয় আওয়ামীলীগ নেতা মো. আফজাল হোসেন ও ব্যাবসায়ী মিজান তালুকদার বলেন, ১২টি দোকান ঘর ও মালামাল নিয়ে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সময়মতো আগুন নিয়ন্ত্রণ করতে পারায় বড় ধরনের ক্ষতির হাত থেকে বাজারটি রক্ষা পেয়েছে।